পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ৩৮ বিধায়কের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই ৩৮ জনের মধ্যে ২১ জনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বলেও দাবি তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি পশ্চিমবঙ্গে তাঁর সরকার পতনের লক্ষ্যে ‘অপারেশন লোটাস’ চালানোর পরিকল্পনা করেছে। মমতার এই অভিযোগের অল্প কয়েক দিন পরই মিঠুনের এমন দাবি। তাঁর এই দাবি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ দোলাচল এবং সন্দেহের জন্ম দিয়েছে।
কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মিঠুন চক্রবর্তী বলেন, ‘আপনারা কি একটি ব্রেকিং নিউজ শুনতে চান? এই মুহূর্তে ৩৮ জন তৃণমূল কংগ্রেস বিধায়কের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যাদের মধ্যে ২১ জনের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে। বাকি বিষয়টি আপনাদের ওপরই ছেড়ে দিলাম।’
এই বিষয়ে বিস্তারিত কবে জানা যাবে সে প্রসঙ্গে মিঠুন বলেন, ‘ট্রেলার কবে মুক্তি পাবে জিজ্ঞেস করবেন না, এখন গান উপভোগ করুন।’
এদিকে, মাত্র দুদিন আগেই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার পতনে বিজেপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেদিকে ইঙ্গিত করে মমতা বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি জানতে পেরেছেন—বিজেপির পরবর্তী টার্গেট হলো তাঁর সরকার। এ সময় তিনি আরও উল্লেখ করেন—বিজেপি মহারাষ্ট্রে সুবিধা করতে পারেনি। তবে তাদের পরবর্তী পদক্ষেপ হবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।
গত বছর পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বেশ ধুমধাম করে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তবে চলচ্চিত্র তারকা হিসেবে পশ্চিমবঙ্গে তাঁর বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও বিজেপি তাঁর আসনে জিততে ব্যর্থ হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ৩৮ বিধায়কের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই ৩৮ জনের মধ্যে ২১ জনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বলেও দাবি তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি পশ্চিমবঙ্গে তাঁর সরকার পতনের লক্ষ্যে ‘অপারেশন লোটাস’ চালানোর পরিকল্পনা করেছে। মমতার এই অভিযোগের অল্প কয়েক দিন পরই মিঠুনের এমন দাবি। তাঁর এই দাবি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ দোলাচল এবং সন্দেহের জন্ম দিয়েছে।
কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মিঠুন চক্রবর্তী বলেন, ‘আপনারা কি একটি ব্রেকিং নিউজ শুনতে চান? এই মুহূর্তে ৩৮ জন তৃণমূল কংগ্রেস বিধায়কের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যাদের মধ্যে ২১ জনের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে। বাকি বিষয়টি আপনাদের ওপরই ছেড়ে দিলাম।’
এই বিষয়ে বিস্তারিত কবে জানা যাবে সে প্রসঙ্গে মিঠুন বলেন, ‘ট্রেলার কবে মুক্তি পাবে জিজ্ঞেস করবেন না, এখন গান উপভোগ করুন।’
এদিকে, মাত্র দুদিন আগেই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার পতনে বিজেপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেদিকে ইঙ্গিত করে মমতা বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি জানতে পেরেছেন—বিজেপির পরবর্তী টার্গেট হলো তাঁর সরকার। এ সময় তিনি আরও উল্লেখ করেন—বিজেপি মহারাষ্ট্রে সুবিধা করতে পারেনি। তবে তাদের পরবর্তী পদক্ষেপ হবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।
গত বছর পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বেশ ধুমধাম করে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তবে চলচ্চিত্র তারকা হিসেবে পশ্চিমবঙ্গে তাঁর বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও বিজেপি তাঁর আসনে জিততে ব্যর্থ হয়।
তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি।
৫ মিনিট আগেপ্রতিবেশী কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সীমান্ত থেকে উসকে ওঠা এই সংঘাত যেকোনো সময় যুদ্ধে রূপ নিতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার ওই সামরিক স্থাপনায় হামলা চালায়। খবর সিএনএনের।
১৫ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে শুল্ক আরোপ হতে যাচ্ছে তার সর্বনিম্ন হার হবে ১৫ শতাংশ। এই বিষয়টি ইঙ্গিত দেয় যে, ট্রাম্প পাল্টাপাল্টি শুল্ক হার নির্ধারণ করার সময় সর্বনিম্ন সীমা ১৫ শতাংশের নিচে নামবেন না, যা শুল্কের নিম্নসীমা বাড়ার ইঙ্
১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের
১ ঘণ্টা আগে