Ajker Patrika

এক মাসে ৫ খুন, লক্ষ্য ছিল নারী ট্রেনযাত্রীরা, অবশেষে ধরা

অনলাইন ডেস্ক    
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮: ৪৯
পুলিশ করমবীর জাঠকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ছবি: এনডিটিভি
পুলিশ করমবীর জাঠকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ছবি: এনডিটিভি

ভারতের গুজরাটে এক মাসের মধ্যে অন্তত ৫ জনকে খুন করেছে এক যুবক। তাঁর লক্ষ্যবস্তু ছিল ট্রেনযাত্রীরা, বিশেষ করে নারীরা। অবশেষে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর এসব হত্যার লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে এক ব্যক্তির গ্রেপ্তার একটি জটিল রহস্যের উদ্ঘাটন করেছে। পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তি অন্তত আরও চারজনকে হত্যা করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে এসব ঘটনা ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রে ওই ব্যক্তির শিকার ছিল বিভিন্ন ট্রেনের যাত্রী।

হরিয়ানা রাজ্যের রোহতক জেলার বাসিন্দা রাহুল করমবীর জাঠকে গত ২৪ নভেম্বর গুজরাটের ভালসাদ জেলার ভাপি রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে বিভিন্ন রাজ্যের পুলিশ ইউনিট অংশ নেয়। এর আগে, তারা গুজরাটের বেশ কয়েকটি জেলার প্রায় ২ হাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন।

পুলিশ জানিয়েছে, মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া অভিযুক্ত করমবীর জাঠ অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, করমবীর যখনই কাউকে একা পেতেন, তখনই তাঁর সর্বস্ব লুটে নিয়ে তাঁকে হত্যা করতেন। এই কাজ তিনি করতেন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য নির্ধারিত কোচে এবং তাঁর লক্ষ্যবস্তু ছিল নারীরা। অভিযুক্তকে গ্রেপ্তার করা বেশ কঠিন ছিল। কারণ, তিনি নিয়মিতই অবস্থান পরিবর্তন করতেন এবং বেশির ভাগ সময় রেলওয়ে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও ট্রেনে কাটাতেন।

ভালসাদের সুপারিনটেনডেন্ট অব পুলিশ করণরাজ ভাগেলা বলেন, ‘রোববার রাতে স্থানীয় থানা ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাঠ নিয়মিত অবস্থান পরিবর্তন করতেন। আমরা জানতে পেরেছি, তিনি কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের ট্রেন ও রেলওয়ে স্টেশনে অন্তত চারটি লুট ও হত্যার ঘটনায় জড়িত।’

এর আগে, ভালসাদ জেলা পুলিশ গত ১৪ নভেম্বর উদওয়াদা রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনে পাশে পাওয়া এক তরুণীর হত্যার তদন্ত শুরু করে, তখন এই ঘটনা উন্মোচিত হয়। ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয় যে, ওই নারীকে ধর্ষণ করা হয়েছিল।

পুলিশ জানায়, এই হত্যা মামলা এগিয়ে নিতে একাধিক অনুসন্ধান দল গঠন করা হয়েছিল এবং অভিযুক্তকে রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়। এতে দেখা যায়, ওই তরুণীর মরদেহের পাশ থেকে পাওয়া পোশাকই পরে আছেন করমবীর। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটানোর পর অভিযুক্ত স্টেশনে বসে খাবার খাচ্ছিল।

করণরাজ ভাগেলা বলেন, ‘ওই তরুণীকে হত্যার দিন সে এখানকার একটি হোটেল থেকে বেতন নিতে এসেছিল এবং এখানে আসার সময় ওই নারীকে ধর্ষণ ও হত্যা করে। ওই নারী টিউশন থেকে বাড়ি ফিরছিলেন।’

পুলিশ জানায়, ওই নারীকে ধর্ষণ ও হত্যার আগে এবং পরে জাঠ আরও চারটি হত্যাকাণ্ড ঘটায়। গ্রেপ্তারের মাত্র এক দিন আগে সে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে এক নারীকে লুট করে হত্যা করে। অক্টোবর মাসে সে মহারাষ্ট্রের শোলাপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে এক নারীকে ধর্ষণ ও হত্যা করে। পরে পশ্চিমবঙ্গের হাওড়া রেলওয়ে স্টেশনের কাছে কাটিহার এক্সপ্রেসে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করে। কর্ণাটকের মুল্কি এলাকায় একটি ট্রেনে এক যাত্রীকেও হত্যা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযুক্তের ছবি জাতীয় বন্দী তথ্যভান্ডারের সঙ্গে মেলানোর পর পুলিশ জানতে পারে, করমবীর এক বছর আগে রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায়। সে একটি ডাকাতির মামলায় বন্দী ছিল। সে রাজস্থান, হরিয়ানা ও উত্তর প্রদেশে একাধিক লুটপাটের সঙ্গে জড়িত ছিল। তাঁর বিরুদ্ধে মোট ১৩টি এফআইআর দায়ের রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত