কলকাতা প্রতিনিধি
স্রেফ কবিতা লেখার দায়ে জেল খাটছেন এক কলেজছাত্রী। ভারতের আসাম রাজ্যের ১৯ বছরের ওই তরুণী ফেসবুকে কবিতা লিখে প্রায় ২ মাস ধরে জেল খাটছেন। জেলে বন্দী থাকায় দিতে পারেননি কলেজের পরীক্ষাও। ওই তরুণীর নাম বর্ষাশ্রী বুরাগোঁহাই।
বিষয়টি জানাজানি হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। কেবল কবিতা লেখার জন্য কারও জেল হতে পারে না দাবি করে রাজ্যের বিরোধী দলীয় নেতা দেবব্রত শইকিয়ার বলেছেন, ‘অবিলম্বে মুক্তি দিতে হবে যোরহাট জেলার তিওকতে জেলে বন্দী বর্ষাশ্রী বুরাগোঁহাইকে।’
এদিকে, স্থানীয় পুলিশের দাবি—আইন মেনেই দেশদ্রোহিতার অভিযোগে বর্ষাশ্রী বুরাগোঁহাই গ্রেপ্তার করা হয়েছে। বর্ষাশ্রীর বিরুদ্ধে অভিযোগ তাঁর ওই কবিতা আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম–উলফার মতাদর্শের। তবে, ওই তরুণীর ভাই অরিন্দম জানিয়েছেন, তাঁর বোন কোনো সংগঠনের সঙ্গেই যুক্ত নয়। ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময় কবিতা লেখা শুরু করে বর্ষাশ্রী বুরাগোঁহাই। সেই অপরাধেই গত ১৮ মে গ্রেপ্তার করা হয় তাঁর বোনকে।
এ বিষয়ে সমালোচনা ঝড় উঠলে আসামের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত সাংবাদিকদের বলেন, ‘আইন আইনের মতো চলছে। জঙ্গি দলে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার থেকে আটক থাকাই ভালো।’
রাজ্য পুলিশের স্পেশাল ডিজি জিপি শর্মা সামাজিক গণমাধ্যমে বর্ষাশ্রীর লেখা কবিতার একটি লাইন প্রকাশ করেন। লাইনটি হলো, ‘আকৌ করিম রাষ্ট্রদ্রোহ।’ অর্থাৎ ফের রাষ্ট্রদ্রোহে শামিল হব। তাঁর মতে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার ডাক রয়েছে এই কবিতার লাইনে।
স্রেফ কবিতা লেখার দায়ে জেল খাটছেন এক কলেজছাত্রী। ভারতের আসাম রাজ্যের ১৯ বছরের ওই তরুণী ফেসবুকে কবিতা লিখে প্রায় ২ মাস ধরে জেল খাটছেন। জেলে বন্দী থাকায় দিতে পারেননি কলেজের পরীক্ষাও। ওই তরুণীর নাম বর্ষাশ্রী বুরাগোঁহাই।
বিষয়টি জানাজানি হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। কেবল কবিতা লেখার জন্য কারও জেল হতে পারে না দাবি করে রাজ্যের বিরোধী দলীয় নেতা দেবব্রত শইকিয়ার বলেছেন, ‘অবিলম্বে মুক্তি দিতে হবে যোরহাট জেলার তিওকতে জেলে বন্দী বর্ষাশ্রী বুরাগোঁহাইকে।’
এদিকে, স্থানীয় পুলিশের দাবি—আইন মেনেই দেশদ্রোহিতার অভিযোগে বর্ষাশ্রী বুরাগোঁহাই গ্রেপ্তার করা হয়েছে। বর্ষাশ্রীর বিরুদ্ধে অভিযোগ তাঁর ওই কবিতা আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম–উলফার মতাদর্শের। তবে, ওই তরুণীর ভাই অরিন্দম জানিয়েছেন, তাঁর বোন কোনো সংগঠনের সঙ্গেই যুক্ত নয়। ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময় কবিতা লেখা শুরু করে বর্ষাশ্রী বুরাগোঁহাই। সেই অপরাধেই গত ১৮ মে গ্রেপ্তার করা হয় তাঁর বোনকে।
এ বিষয়ে সমালোচনা ঝড় উঠলে আসামের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত সাংবাদিকদের বলেন, ‘আইন আইনের মতো চলছে। জঙ্গি দলে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার থেকে আটক থাকাই ভালো।’
রাজ্য পুলিশের স্পেশাল ডিজি জিপি শর্মা সামাজিক গণমাধ্যমে বর্ষাশ্রীর লেখা কবিতার একটি লাইন প্রকাশ করেন। লাইনটি হলো, ‘আকৌ করিম রাষ্ট্রদ্রোহ।’ অর্থাৎ ফের রাষ্ট্রদ্রোহে শামিল হব। তাঁর মতে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার ডাক রয়েছে এই কবিতার লাইনে।
আহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৩ মিনিট আগেকেউ মিথ্যা বলছে কি-না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৭ মিনিট আগেমধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগেথাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগে