Ajker Patrika

ভারত সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ২১: ৫০
ভারত সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশন বা জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার। এটি দুই দেশের মধ্যকার সপ্তম জেসিসি বৈঠক। আগের বৈঠকগুলো ভার্চুয়ালি হলেও এবার দিল্লিতে সামনাসামনি বৈঠক বসবেন উভয় দেশের নেতারা। বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ শনিবার ভারত সফরে যান। 

জেসিসির বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জেসিসির বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচিত হবে। সীমান্ত নিরাপত্তা, সীমান্ত সমস্যা, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি আলোচনায় উঠে আসতে পারে পানিসম্পদ বিকাশ এবং অন্যান্য জরুরি সমস্যাগুলোও। 

কোভিড পরিস্থিতির পরবর্তী সময়ে এই বৈঠক আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। তবে এবারের বৈঠকে করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে গুরুত্ব পাবে উপ-আঞ্চলিক সহযোগিতা। এতে বহির্বিশ্বের চাপ থেকে সুরক্ষায় নয়াদিল্লিকে পাশে চায় ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 
 
স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে নয়াদিল্লি পৌঁছান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিকেল সাড়ে ৫টায় দুই দেশের মধ্যে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সোমবার ২০ জুন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৬ নম্বর মাওলানা আজাদ রোডে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের উপ রাষ্ট্রপতি। বেলা ৩টা ১৩ মিনিটে এ কে আব্দুল মোমেন ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ছাড়বেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত