অনলাইন ডেস্ক
আম আদমি পার্টি (এএপি) স্পষ্ট করে বলেছে যে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সত্ত্বেও অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। কারাগার থেকে এএপি নেতার রাজ্য পরিচালনা করতে কোনো আইনি বাধা না থাকলেও কারাগারের যেসব নিয়ম রয়েছে সে অনুসারে কেজরিওয়ালের পক্ষে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া বেশ কঠিনই হওয়ার কথা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দিল্লির তিহার জেলের প্রাক্তন আইন কর্মকর্তা সুনীল গুপ্ত বলেছেন যে, একজন বন্দী এক সপ্তাহে মাত্র দুটি মিটিং করতে পারেন। তাই কেজরিওয়ালের পক্ষে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা কঠিন হবে। তিনি বলেন, ‘জেল থেকে সরকার চালানো সহজ নয়। জেলের নির্দেশিকা বলে যে, আপনি সপ্তাহে মাত্র দুবার আপনার পরিবার, বন্ধুবান্ধব বা সহযোগীদের সঙ্গে দেখা করতে পারবেন। তাই এই বিধিনিষেধ অনুসারে, শাসনকার্য চালিয়ে যাওয়া তার (কেজরিওয়াল) পক্ষে সহজ হবে না।’
তবে তিনি বলেছেন যে, একটি উপায়ে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন। লেফটেন্যান্ট গভর্নরের যে কোনো ভবনকে কারাগারে রূপান্তর করার ক্ষমতা আছে। তাই দিল্লির মুখ্যমন্ত্রী যদি লেফটেন্যান্ট গভর্নরকে রাজি করাতে পারেন যে, তাকে (কেজরিওয়াল) গৃহবন্দী করা হবে তবেই কেবল তিনি দিল্লি সরকারের দৈনন্দিন কাজের অংশ নিতে পারবেন।
এর আগে, গত জানুয়ারিতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে একটি জমিজমা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এরপর রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেন হেমন্ত সোরেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে হেফাজতে নিয়েছিল। মুখ্যমন্ত্রীর পদ তুলে দেওয়া হয় দলীয় নেতা চম্পাই সোরেনের হাতে।
১৯৯৮ সালে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার হন। তখন তিনি তার স্ত্রী রাবড়ি দেবীর কাছে দায়িত্ব তুলে দেন।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট ৯ বার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। কিন্তু প্রত্যেকবারই ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে গ্রেপ্তার হলেন তিনি।
কেজরিওয়ালের গ্রেপ্তারের পর দিল্লি সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি এএপি নেতা অতিশি বলেছেন যে, দলের নেতৃত্বে কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন। এ নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই।’
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেজরিওয়ালের পদত্যাগ না করার প্রভাবগুলো যাচাই করে দেখছে। আইন বিশেষজ্ঞরা বলেছেন যে, কেজরিওয়াল যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তাকে অপসারণ করতে পারে কেন্দ্রীয় সরকার। গ্রেপ্তারকৃত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করা হয়। তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার বেশ কয়েকটি নজির রয়েছে।
বাতিল করা আবগারি নীতিটি দিল্লির মদের ব্যবসাকে ঢেলে সাজাতে প্রবর্তিত হয়েছিল। এতে মূল্যছাড় এবং অফারসহ কেনাকাটার আধুনিক কয়েকটি অভিজ্ঞতারও প্রতিশ্রুতি ছিল। এরপর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনায় কুমার সাক্সেনা কথিত অনিয়মের অভিযোগের বিরুদ্ধে তদন্তের আদেশ দেন। এরপর নীতিটি বাতিল হয়।
আম আদমি পার্টি (এএপি) স্পষ্ট করে বলেছে যে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সত্ত্বেও অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। কারাগার থেকে এএপি নেতার রাজ্য পরিচালনা করতে কোনো আইনি বাধা না থাকলেও কারাগারের যেসব নিয়ম রয়েছে সে অনুসারে কেজরিওয়ালের পক্ষে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া বেশ কঠিনই হওয়ার কথা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দিল্লির তিহার জেলের প্রাক্তন আইন কর্মকর্তা সুনীল গুপ্ত বলেছেন যে, একজন বন্দী এক সপ্তাহে মাত্র দুটি মিটিং করতে পারেন। তাই কেজরিওয়ালের পক্ষে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা কঠিন হবে। তিনি বলেন, ‘জেল থেকে সরকার চালানো সহজ নয়। জেলের নির্দেশিকা বলে যে, আপনি সপ্তাহে মাত্র দুবার আপনার পরিবার, বন্ধুবান্ধব বা সহযোগীদের সঙ্গে দেখা করতে পারবেন। তাই এই বিধিনিষেধ অনুসারে, শাসনকার্য চালিয়ে যাওয়া তার (কেজরিওয়াল) পক্ষে সহজ হবে না।’
তবে তিনি বলেছেন যে, একটি উপায়ে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন। লেফটেন্যান্ট গভর্নরের যে কোনো ভবনকে কারাগারে রূপান্তর করার ক্ষমতা আছে। তাই দিল্লির মুখ্যমন্ত্রী যদি লেফটেন্যান্ট গভর্নরকে রাজি করাতে পারেন যে, তাকে (কেজরিওয়াল) গৃহবন্দী করা হবে তবেই কেবল তিনি দিল্লি সরকারের দৈনন্দিন কাজের অংশ নিতে পারবেন।
এর আগে, গত জানুয়ারিতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে একটি জমিজমা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এরপর রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেন হেমন্ত সোরেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে হেফাজতে নিয়েছিল। মুখ্যমন্ত্রীর পদ তুলে দেওয়া হয় দলীয় নেতা চম্পাই সোরেনের হাতে।
১৯৯৮ সালে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার হন। তখন তিনি তার স্ত্রী রাবড়ি দেবীর কাছে দায়িত্ব তুলে দেন।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট ৯ বার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। কিন্তু প্রত্যেকবারই ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে গ্রেপ্তার হলেন তিনি।
কেজরিওয়ালের গ্রেপ্তারের পর দিল্লি সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি এএপি নেতা অতিশি বলেছেন যে, দলের নেতৃত্বে কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন। এ নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই।’
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেজরিওয়ালের পদত্যাগ না করার প্রভাবগুলো যাচাই করে দেখছে। আইন বিশেষজ্ঞরা বলেছেন যে, কেজরিওয়াল যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তাকে অপসারণ করতে পারে কেন্দ্রীয় সরকার। গ্রেপ্তারকৃত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করা হয়। তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার বেশ কয়েকটি নজির রয়েছে।
বাতিল করা আবগারি নীতিটি দিল্লির মদের ব্যবসাকে ঢেলে সাজাতে প্রবর্তিত হয়েছিল। এতে মূল্যছাড় এবং অফারসহ কেনাকাটার আধুনিক কয়েকটি অভিজ্ঞতারও প্রতিশ্রুতি ছিল। এরপর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনায় কুমার সাক্সেনা কথিত অনিয়মের অভিযোগের বিরুদ্ধে তদন্তের আদেশ দেন। এরপর নীতিটি বাতিল হয়।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে