Ajker Patrika

নির্বিঘ্নে জম্মু-কাশ্মীর সফর মোদির 

কলকাতা প্রতিনিধি
নির্বিঘ্নে জম্মু-কাশ্মীর সফর মোদির 

জঙ্গিদের হুমকি উপেক্ষা করে নির্বিঘ্নে জম্মু–কাশ্মীর সফর শেষ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সকালে মোদির সমাবেশস্থল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের লালিয়ানা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই বিস্ফোরণের সঙ্গে মোদির সফরের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ভারতের গোয়েন্দারা। 

এর আগে, গত শুক্রবারও ভারতের আধা সামরিক বাহিনীর সৈন্য বহনকারী একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। হামলায় এক নিরাপত্তারক্ষী প্রাণ হারান। এই ঘটনার পর স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরণের সঙ্গে জড়িত দুই জঙ্গিকে হত্যা করে। 

জম্মু–কাশ্মীরের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরে বিঘ্ন ঘটাতে অনেক চেষ্টা করেছে জঙ্গিরা। কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।’ 

২০১৯ সালে জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম সেখানে আনুষ্ঠানিক সফরে গিয়েছিলেন মোদি। এর আগে, অবশ্য দেশটির সেনা–জওয়ানদের সঙ্গে কুচকাওয়াজে যোগ দিতে জম্মু–কাশ্মীর গিয়েছিলেন তিনি। তবে প্রকাশ্য জনসভা রোববারই প্রথম। 

মোদীর সমাবেশস্থলকে কেন্দ্র করে নেওয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশে প্রায় ১০ হাজার গ্রামীণ পঞ্চায়েত প্রতিনিধি অংশ নেন। 

এদিকে, রোববার রোববার ভোর সাড়ে ৪টার দিকে নরেন্দ্র মোদির জম্মু-কাশ্মীর সফরের দিনে সভাস্থল থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে। জম্মু পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট চন্দন কোহলি বলেন, ‘জম্মুর লালিয়ানা গ্রামে এক বিস্ফোরণে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, উল্কাপাত বা বজ্রপাতের কারণে এ গর্ত তৈরি হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত