Ajker Patrika

চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১০: ২৫
চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ মারা গেছেন। গতকাল রোববার রাতে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। করোনা থেকে মুক্ত হলেও নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি। 

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এক মাস ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন প্রবীণ কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ। সেই হাসপাতালেই রোববার সাড়ে ১১টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বুদ্ধদেব গুহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৩১ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। 

এর আগে চলতি বছরের এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনার বিরুদ্ধে ৩৩ দিন লড়াইয়ের পর তিনি করোনামুক্ত হন। 

হাসপাতালের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছিল। এ ছাড়া তাঁর লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল। ফের করোনা পরীক্ষাও করা হয়েছিল। তবে তাতে সংক্রমণ ধরা পড়েনি। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত নানা সমস্যাতেও ভুগছিলেন। 

উল্লেখ্য, বাংলা সাহিত্যে নিজের জায়গা গড়ে নিয়েছিলেন বুদ্ধদেব। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’। তিনি ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’—একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত