Ajker Patrika

মাঙ্কিপক্সে ভারতে একজনের মৃত্যু

মাঙ্কিপক্সে ভারতে একজনের মৃত্যু

ভারতে মাঙ্কিপক্সে প্রথম একজনের মৃত্যু হলো। মৃত যুবকের বাড়ি কেরালায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, বিদেশে থাকাকালীন মাঙ্কিপক্সে আক্রান্ত হন ২২ বছর বয়সী ওই যুবক। 

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, যিনি মারা গেছেন মাঙ্কিপক্সের কোনো লক্ষণও ছিল না তাঁর। শনিবারই বিদেশ থেকে তাঁর আত্মীয়দের হাতে মাঙ্কিপক্স পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফেরেন ওই যুবক। 

কেরালার ত্রিশূরের পুন্নিয়ুরের বাসিন্দা ওই যুবক একটি বেসরকারি হাসপাতালে গত কয়েক দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। তবে বিদেশ থেকে ফেরার পরই তাঁর শরীরে অসুস্থতা সেভাবে ধরা পড়েনি। গত ২৬ জুলাই অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় আসার আগে তিনি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। ওই পরীক্ষাতেই তাঁর মাঙ্কিপক্স ধরা পড়েছে। তবে রিপোর্ট পাওয়ার আগে দেশে চলে আসেন তিনি। 

শনিবার বিকেলে ওই যুবকের মৃত্যু হয়। আর এদিনই রিপোর্ট পায় ওই যুবকের পরিবার। এরপরই মাঙ্কিপক্সের কথা জানাজানি হয়। মাঙ্কিপক্সে মৃত্যুর ক্ষেত্রে বিধিনিষেধ মেনে তাঁর শেষকৃত্য হয়। আর এই কদিন ওই যুবকের সঙ্গে যারা মিশেছিলেন তাঁদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা কম। এ জন্য মৃত্যুর কারণ জানতে এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কেরালার স্বাস্থ্যমন্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত