Ajker Patrika

এমপি আনোয়ারুল হত্যা: সিয়ামের খোঁজে তল্লাশি চালাচ্ছেন ভারত-নেপালের গোয়েন্দারা

কলকাতা সংবাদদাতা
আপডেট : ৩১ মে ২০২৪, ১৫: ২৬
Thumbnail image

ভারতের কলকাতায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বশেষ পশ্চিমবঙ্গ রাজ্য সিআইডি নতুন একটি বিশেষ তদন্ত দল বা এসআইটি গঠন করেছে। এ ছাড়া, নেপালে পলাতক বলে ধারণা করা সিয়ামকে খুঁজে বের করতে দেশটির গোয়েন্দাদের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা। 

পশ্চিমবঙ্গ সিআইডি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠনের বিষয়টি জানিয়ে বলেছে, নেপালে ভারত ও নেপালের গোয়েন্দারা পলাতক সিয়ামকে গ্রেপ্তারে এরই মধ্যে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। 

এ ছাড়া, এমপি আনোয়ারুল আজিম আনার খুলনা থেকে কলকাতায় যাওয়ার সময় বৈধ ভিসা পেয়েছিলেন কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য জানা যায়নি। একটি সূত্র জানিয়েছে, কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের কাছেও তার ভিসা পাওয়ার ব্যাপারে কোনো সঠিক তথ্য নেই।

এদিকে, সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে যে মাংসের টুকরা পাওয়া গেছে, তা গত ২৮ মে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলেও সেটর প্রতিবেদন এখনো আসেনি। সেই মাংসের টুকরা ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে, এমপি আনোয়ারুল আজিম আনারে জামাকাপড়, মাথার খুলির হাড়সহ বিভিন্ন জিনিস খুঁজে পাওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা দুই ভাগে ভাগ হয়ে এখনো তল্লাশি অব্যাহত রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত