Ajker Patrika

ইলন মাস্ক ও মোদির বৈঠক, শিগগিরই ভারতে কাজ করবে টেসলা

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২৩, ১৩: ৪০
ইলন মাস্ক ও মোদির বৈঠক, শিগগিরই ভারতে কাজ করবে টেসলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিশ্বের অন্যতম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপনা পরিচালক ও টুইটারের বর্তমান মালিক ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের মধ্যে নানাবিধ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ভারতে বিনিয়োগের বিষয়ে আলোচনা শেষে গণমাধ্যমে ইলন মাস্ক নিজেকে ‘মোদির ভক্ত’ বলে উল্লেখ করে কথা বলেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইলন মাস্ক বলেছেন, ‘মোদির সঙ্গে বৈঠকটি অসাধারণ ছিল এবং আমি তাঁকে অনেক পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন, সেই সুবাদে আমাদের সখ্য আগের। আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী। আমি মনে করি, বিশ্বের অন্য যেকোনো বড় দেশের চেয়ে ভারতের প্রতিশ্রুতি অনেক বেশি।’

ভারতে টেসলার বাজার তৈরিতে আগ্রহী কি না—এ বিষয়ে ইলন মাস্ক এক বাক্যে ইতিবাচক জবাবে বলেন, ‘অবশ্যই’।

এর আগে ২০১৫ সালে নরেন্দ্র মোদি ক্যালিফোর্নিয়ায় টেসলারের কারখানা পরিদর্শন করেছিলেন। সর্বশেষ সাক্ষাতের পর ভারতে টেসলারের ব্যবসা শুরুর বিষয়ে ইলন বলেন, ‘আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব টেসলা ভারতে কাজ শুরু করবে। যত জনবল দিয়ে সেটা শুরু করা যায়। মোদি ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগের জন্য জানিয়েছেন এবং আমরা সেটা করতে চাই।’

এদিকে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের পর টুইটারে ছবি করে ভালো লাগা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত