Ajker Patrika

গভর্নরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি 

কলকাতা সংবাদদাতা 
আপডেট : ০৩ মে ২০২৪, ১৫: ২৮
গভর্নরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি 

পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এরই মধ্যে রাজ্যের আইন ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে গভর্নরের বাসভবন রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি পুলিশকেও ঢুকতে নিষেধ করা হয়েছে সেখানে। 

রাজভবনের এক চুক্তিভিত্তিক নারী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। এ বিষয়ে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গিয়েছেন এক নারী। নারী নির্যাতনের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে!’ 

চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, ‘এ কী ধরনের ঘটনা ঘটছে! যে গভর্নর বলেন, তিনি পিস রুম খুলবেন, সবার অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন! সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হেভেন হয়ে গেছে? যেখানে প্রধানমন্ত্রী বারবার নারী শক্তির কথা বলছেন, সেখানে গভর্নর নারীর অপমান করছেন, অসম্মান করছেন। তাও আবার বাংলার মাটিতে!’ 

চন্দ্রিমার এমন মন্তব্যের জেরে রাজভবনে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গভর্নর সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মানহানিকর ও সংবিধানবিরোধী বিবৃতির জন্য অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কলকাতা, দার্জিলিং ও ব্যারাকপুরের রাজভবন প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’ 

একই সঙ্গে আরও জানানো হয়েছে, মন্ত্রীর কোনো অনুষ্ঠানেও অংশ নেবেন না গভর্নর। পাশাপাশি মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে পরামর্শের জন্য দেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এমনকি রাজভবনে পুলিশ প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

এদিকে এ ঘটনাকে বানানো গল্প উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আনন্দ বোস লেখেন, ‘আমি কৌশলে বানানো গল্পে ভয় পাই না। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা পেতে চায়, ঈশ্বর তাদের মঙ্গল করুন। কিন্তু বাংলায় দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে আমার লড়াই কেউ থামাতে পারবে না।’ 

প্রসঙ্গত, দেশের সংবিধানের ৩৬১ অনুচ্ছেদ অনুসারে দায়িত্বরত কোনো গভর্নর বা দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা দায়ের করা যায় না। এমনকি তাঁর বিরুদ্ধে কোনো তদন্ত কিংবা তাঁকে জিজ্ঞাসাবাদও করা যায় না। এ ছাড়া এ ধরনের মামলা আদালতেও গ্রাহ্য হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত