Ajker Patrika

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১২: ০৯
নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে হীরাবেন মোদির বয়স হয়েছিল ৯৯ বছর।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মায়ের মৃত্যুর খবর জানান প্রধানমন্ত্রী মোদি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোদি লেখেন, ‘একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যার মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।’ 

মায়ের প্রতি শেষশ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। ছবি: টুইটার

ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গেই থাকতেন হীরাবেন মোদি। তাঁরা গান্ধীনগরের কাছে রায়সান নামের একটি গ্রামে বাস করতেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে নরেন্দ্র মোদি সেখানে ছুটে যান। মায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানান তিনি। গান্ধীনগরে হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন হয়। 

 ১৯২৩ সালে গুজরাটের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দুই দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই রাত সাড়ে ৩টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী মোদির মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত