কলকাতা সংবাদদাতা
‘বাওয়াল’, ‘ঝাক্কাস’, ‘ফুল্টুস’, ‘নিজস্বী’, ‘চুদুরবুদুর’—বর্তমান প্রজন্মের মুখে এসব শব্দ ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। বাংলা কি তবে তার শুদ্ধ স্বরূপ হারাচ্ছে? না কি এসব নতুন প্রয়োগে ভাষা আরও রঙিন, আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে—এই বিতর্কে আলোকপাত করতেই পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫ দিনের এক বিশেষ কর্মশালা।
‘প্রয়োগের বাংলা, ব্যবহারের বাংলা’—শীর্ষক এই কর্মশালায় শুধু ভাষা নয়, সমাজ, সাহিত্য ও প্রযুক্তির ছত্রচ্ছায়ায় বদলে যাওয়া ভাষা-চর্চার স্বরূপও আলোচিত হয়েছে। ভাষাতত্ত্ব, সাহিত্যচর্চা এবং নতুন প্রজন্মের মুখের শব্দচয়নকে ঘিরে ছিল একাধিক আলোচনাসভা, পর্যালোচনা ও প্রেজেন্টেশন।
গত শুক্রবার কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল ৮৪ জন অংশগ্রহণকারী ছাত্র ও গবেষকের হাতে সনদ তুলে দেন। তিনি বলেন, ‘ভাষা নদীর মতো, চলমান। প্রয়োগের ভিন্নতাই বাংলাকে করেছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। এই বৈচিত্র্যকে বোঝার মধ্যেই রয়েছে এই কর্মশালার সার্থকতা।’
বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার মনে করিয়ে দেন, ‘বাংলা ভাষার সৌন্দর্য তার নিজস্বতায়। অহংবোধ যেন প্রয়োগে প্রাধান্য না পায়।’ পদার্থবিজ্ঞানী ও ভাষাবিদ পলাশ বরণ পাল বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে ভাষা ব্যবহারের সেন্সর উঠে গেছে। সবাই এখন অকপটে মনের কথা বলে ফেলছে, ভালো-মন্দ সবই আসছে একসঙ্গে।’
সাহিত্যিক সিজার বাগচী বলেন, ‘যে ভাষা মুখে আছে, সেই ভাষাই একদিন সাহিত্যে ঢুকে পড়ে। কেনকি বা চুলবুলির মতো শব্দ ভবিষ্যতের সাহিত্যেরও অংশ হয়ে উঠবে।’ আইএসআই—এর লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিটের প্রধান অধ্যাপক নীলাদ্রি শেখর দাশ নতুন জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘ভাষা প্রযুক্তির সাহায্যে নতুন প্রজন্মকে আরও বেশি করে বাংলা ভাষায় দক্ষ করে তোলা সম্ভব।’
কর্মশালায় ভাষাতত্ত্বের অধ্যাপক ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্তর উপস্থিতি এই আয়োজনকে বিশেষ গুরুত্ব প্রদান করে। ভাষার বিবর্তন ও আধুনিক প্রয়োগ বিষয়ে তাঁর বিশ্লেষণ কর্মশালাকে তাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ করেছে। তবে সবাই এতটা উদার নন। যেমন লেখক স্বপ্নময় চক্রবর্তীর মতে, ‘এফএম রেডিও বাংলায় ভাষাদূষণ ঘটাচ্ছে। শব্দ প্রয়োগে দায়বদ্ধতা থাকা উচিত।’
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক সুখেন বিশ্বাস বলেন, ‘এসব নতুন শব্দকে নথিভুক্ত করতে অভিধান তৈরির কাজ শুরু হয়েছে। লক্ষ্য করছি, বাংলা ভাষা ঠিক কোন দিকে বাঁক নিচ্ছে।’ এই সময় পত্রিকার সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে ব্যবহৃত নতুন বাংলার প্রয়োগগত দিক নিয়ে আলোকপাত করেন। ‘চুদুরবুদুর’ ও ‘নিজস্বী’ শব্দ সংবাদে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই শব্দগুলোই একদিন সাহিত্যে ফিরবে। অতীতে যেমন ফিরেছে নবারুণ ভট্টাচার্যের লেখায়।’
বাংলা ভাষার বহতা ধারা এবং নতুন প্রজন্মের ভাষা-চর্চার এই মিলনমেলা একদিকে যেমন ভাবনার খোরাক দিল, অন্যদিকে স্মরণ করিয়ে দিল ভাষার শুদ্ধতা ও বিবর্তন—দুইয়েরই সহাবস্থানে নিহিত বাংলার ভবিষ্যৎ।
‘বাওয়াল’, ‘ঝাক্কাস’, ‘ফুল্টুস’, ‘নিজস্বী’, ‘চুদুরবুদুর’—বর্তমান প্রজন্মের মুখে এসব শব্দ ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। বাংলা কি তবে তার শুদ্ধ স্বরূপ হারাচ্ছে? না কি এসব নতুন প্রয়োগে ভাষা আরও রঙিন, আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে—এই বিতর্কে আলোকপাত করতেই পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫ দিনের এক বিশেষ কর্মশালা।
‘প্রয়োগের বাংলা, ব্যবহারের বাংলা’—শীর্ষক এই কর্মশালায় শুধু ভাষা নয়, সমাজ, সাহিত্য ও প্রযুক্তির ছত্রচ্ছায়ায় বদলে যাওয়া ভাষা-চর্চার স্বরূপও আলোচিত হয়েছে। ভাষাতত্ত্ব, সাহিত্যচর্চা এবং নতুন প্রজন্মের মুখের শব্দচয়নকে ঘিরে ছিল একাধিক আলোচনাসভা, পর্যালোচনা ও প্রেজেন্টেশন।
গত শুক্রবার কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল ৮৪ জন অংশগ্রহণকারী ছাত্র ও গবেষকের হাতে সনদ তুলে দেন। তিনি বলেন, ‘ভাষা নদীর মতো, চলমান। প্রয়োগের ভিন্নতাই বাংলাকে করেছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। এই বৈচিত্র্যকে বোঝার মধ্যেই রয়েছে এই কর্মশালার সার্থকতা।’
বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার মনে করিয়ে দেন, ‘বাংলা ভাষার সৌন্দর্য তার নিজস্বতায়। অহংবোধ যেন প্রয়োগে প্রাধান্য না পায়।’ পদার্থবিজ্ঞানী ও ভাষাবিদ পলাশ বরণ পাল বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে ভাষা ব্যবহারের সেন্সর উঠে গেছে। সবাই এখন অকপটে মনের কথা বলে ফেলছে, ভালো-মন্দ সবই আসছে একসঙ্গে।’
সাহিত্যিক সিজার বাগচী বলেন, ‘যে ভাষা মুখে আছে, সেই ভাষাই একদিন সাহিত্যে ঢুকে পড়ে। কেনকি বা চুলবুলির মতো শব্দ ভবিষ্যতের সাহিত্যেরও অংশ হয়ে উঠবে।’ আইএসআই—এর লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিটের প্রধান অধ্যাপক নীলাদ্রি শেখর দাশ নতুন জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘ভাষা প্রযুক্তির সাহায্যে নতুন প্রজন্মকে আরও বেশি করে বাংলা ভাষায় দক্ষ করে তোলা সম্ভব।’
কর্মশালায় ভাষাতত্ত্বের অধ্যাপক ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্তর উপস্থিতি এই আয়োজনকে বিশেষ গুরুত্ব প্রদান করে। ভাষার বিবর্তন ও আধুনিক প্রয়োগ বিষয়ে তাঁর বিশ্লেষণ কর্মশালাকে তাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ করেছে। তবে সবাই এতটা উদার নন। যেমন লেখক স্বপ্নময় চক্রবর্তীর মতে, ‘এফএম রেডিও বাংলায় ভাষাদূষণ ঘটাচ্ছে। শব্দ প্রয়োগে দায়বদ্ধতা থাকা উচিত।’
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক সুখেন বিশ্বাস বলেন, ‘এসব নতুন শব্দকে নথিভুক্ত করতে অভিধান তৈরির কাজ শুরু হয়েছে। লক্ষ্য করছি, বাংলা ভাষা ঠিক কোন দিকে বাঁক নিচ্ছে।’ এই সময় পত্রিকার সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে ব্যবহৃত নতুন বাংলার প্রয়োগগত দিক নিয়ে আলোকপাত করেন। ‘চুদুরবুদুর’ ও ‘নিজস্বী’ শব্দ সংবাদে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই শব্দগুলোই একদিন সাহিত্যে ফিরবে। অতীতে যেমন ফিরেছে নবারুণ ভট্টাচার্যের লেখায়।’
বাংলা ভাষার বহতা ধারা এবং নতুন প্রজন্মের ভাষা-চর্চার এই মিলনমেলা একদিকে যেমন ভাবনার খোরাক দিল, অন্যদিকে স্মরণ করিয়ে দিল ভাষার শুদ্ধতা ও বিবর্তন—দুইয়েরই সহাবস্থানে নিহিত বাংলার ভবিষ্যৎ।
১৯৮০-এর দশকের শেষ দিক থেকে নিয়মিত উড়োজাহাজে যাতায়াত করতেন ব্রুস গ্যাম্বল। গাড়ি বিক্রির একজন পরামর্শদাতা হিসেবে পেশাগত দায়িত্ব পালনের জন্যই আলাবামার বার্মিংহাম থেকে এই যাত্রা শুরু হয়েছিল তাঁর। সুদীর্ঘ এই ভ্রমণ-জীবনে তাঁর পরিচয় গড়ে ওঠে বার্মিংহাম-শাটলসওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ডেলটা...
৬ ঘণ্টা আগেগতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কয়েকজন। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ ভিডিওটি পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।
৭ ঘণ্টা আগেট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’
৭ ঘণ্টা আগেদেশের এয়ারলাইনসগুলোকে তাদের বোয়িং-৭৮৭ বহরের ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজম পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। নির্দেশনায় আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। গত ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড
৮ ঘণ্টা আগে