Ajker Patrika

কর্ণাটকে সবার সামনে বাস্তু বিশারদকে ছুরিকাঘাত করে খুন 

আপডেট : ০৫ জুলাই ২০২২, ২১: ৩৪
কর্ণাটকে সবার সামনে বাস্তু বিশারদকে ছুরিকাঘাত করে খুন 

কর্ণাটকের একটি হোটেলে এক বাস্তু বিশারদকে সবার সামনে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। চন্দ্রশেখর গুরুজি নামে পরিচিত ওই বাস্তু বিশারদকে রাজ্যের হুব্বালি জেলার একটি হোটেলে ছুরিকাঘাত করে দুই ব্যক্তি। হত্যাকারীদের ধরতে বিশেষ পুলিশ টিম গঠন করে তাদের গ্রেপ্তারও করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চন্দ্রশেখর কর্ণাটকের বাগালকোট জেলার বাসিন্দা। সম্প্রতি তিনি ব্যক্তিগত সফরে হুব্বলি জেলায় এসেছিলেন। 

হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, হোটেলটির অভ্যর্থনা কক্ষে ওই দুই হত্যাকারী ‘সরল বাস্তু’ বিশারদ চন্দ্রশেখর আঙ্গাদির জন্য অপেক্ষা করছিলেন। পরে, চন্দ্রশেখর সেখানে এসে একটি চেয়ারে বসে পড়েন। হত্যাকারীদের একজন তাঁর পা ছুঁয়ে সালাম করেন। ঠিক তখনই অপর ব্যক্তি ওই বাস্তু বিশারদকে ছুরিকাঘাত করতে থাকেন। পরে অপর ব্যক্তিটিও ওঠে চন্দ্রশেখরকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। 

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে হোটেলের নারী রিসেপশনিস্ট দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে, হোটেলের কর্মীরা চন্দ্রশেখরকে বাঁচাতে এগিয়ে আসলেও হত্যাকারীরা তাদের দিকে ছুরি তাক করে তাদেরও খুন করার হুমকি দেয়।

ঘটনা ঘটতে মাত্র এক মিনিটের মতো সময় লেগেছিল। বাস্তু বিশারদকে হত্যার পর হত্যাকারীরা ছুরি হাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত