মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী বিনোদ তাওড়ে।
রাজ্যের পালঘর জেলার বেরারে এক হোটেল থেকে নগদ টাকা বিলি করার সময় বিরোধী দলের সমর্থকেরা হাতেনাতে ধরেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বিধায়ক এবং প্রভাবশালী নেতা হিতেন্দ্র ঠাকুর সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন।
হিতেন্দ্র ঠাকুর জানান, তাঁর দলের সমর্থকেরা ওই হোটেলে বিজেপি নেতার ঘর ঘেরাও করেন এবং সেখান থেকে প্রায় ৫ কোটি রুপি উদ্ধার করেন। পাশাপাশি একটি ডায়েরি পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে যে, বিতরণের জন্য মোট ১৫ কোটি রুপি আনা হয়েছিল। হিতেন্দ্রের ছেলে এবং নালাসোপাড়ার বিধায়ক ক্ষিতিজ ঠাকুরও এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বিনোদ তাওড়ের হোটেল কক্ষ থেকে ৯ লাখ ৯৩ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।
এদিকে, নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পরে বহিরাগত বিজেপি নেতা কেন পালঘর এলাকায় উপস্থিত ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা হিতেন্দ্র ঠাকুর।
বিনোদ তাওড়ে মহারাষ্ট্রের সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একসময় মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলীয় নেতা ছিলেন। বিজেপির ফড়নবীস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি।
বিরোধী দলের অভিযোগ এবং নগদ অর্থ বিতরণ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী বিনোদ তাওড়ে।
রাজ্যের পালঘর জেলার বেরারে এক হোটেল থেকে নগদ টাকা বিলি করার সময় বিরোধী দলের সমর্থকেরা হাতেনাতে ধরেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বিধায়ক এবং প্রভাবশালী নেতা হিতেন্দ্র ঠাকুর সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন।
হিতেন্দ্র ঠাকুর জানান, তাঁর দলের সমর্থকেরা ওই হোটেলে বিজেপি নেতার ঘর ঘেরাও করেন এবং সেখান থেকে প্রায় ৫ কোটি রুপি উদ্ধার করেন। পাশাপাশি একটি ডায়েরি পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে যে, বিতরণের জন্য মোট ১৫ কোটি রুপি আনা হয়েছিল। হিতেন্দ্রের ছেলে এবং নালাসোপাড়ার বিধায়ক ক্ষিতিজ ঠাকুরও এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বিনোদ তাওড়ের হোটেল কক্ষ থেকে ৯ লাখ ৯৩ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।
এদিকে, নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পরে বহিরাগত বিজেপি নেতা কেন পালঘর এলাকায় উপস্থিত ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা হিতেন্দ্র ঠাকুর।
বিনোদ তাওড়ে মহারাষ্ট্রের সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একসময় মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলীয় নেতা ছিলেন। বিজেপির ফড়নবীস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি।
বিরোধী দলের অভিযোগ এবং নগদ অর্থ বিতরণ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৪ মিনিট আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
৩৬ মিনিট আগেনেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
৩ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
৩ ঘণ্টা আগে