Ajker Patrika

বিকেলে বৈঠকে বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, নেতৃত্বে পরিবর্তনের আভাস

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩: ৫৩
বিকেলে বৈঠকে বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, নেতৃত্বে পরিবর্তনের আভাস

সম্প্রতি শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের। পাঁচ রাজ্যের একটিতেও জিততে পারেনি দলটি। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে জিতেছে বিজেপি। আর পাঞ্জাবে জয়লাভ করেছে আম আদমি পার্টি। 

নির্বাচনে ভরাডুবির পর আজ রোববার ভারতীয় স্থানীয় সময় বিকেল ৪টায় বৈঠকে বসতে যাচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বৈঠকে নির্বাচনে ভরাডুবি ও নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে আলোচনা হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী আগস্ট-সেপ্টেম্বরের দিকে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে এই বৈঠক থেকে নির্বাচন দুই-তিন মাস আগে করার বিষয়ে পরিকল্পনা হতে পারে। গুঞ্জন উঠেছে, আজকের বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করতে পারেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। 

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরে কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। এরপর কংগ্রেসের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। ২০২০ সালের দিকে দলের একাংশের বিক্ষোভের মুখে তিনিও পদত্যাগ করতে চেয়েছিলেন।

উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকেরা পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সেমিফাইনাল বলছিলেন। সেই সেমিফাইনালে কিন্তু নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে বিজেপি বুঝিয়ে দিল, তাঁদের কোনো বিকল্প আপাতত নেই।

বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন কর্মসূচির বিপরীতে কংগ্রেসের পরিবারতন্ত্র ফের পরাস্ত হয়েছে। অন্যদিকে, দিল্লির বাইরে পাঞ্জাবেও নিজেদের জয় ছিনিয়ে নিয়ে আম আদমি পার্টির দাবি, এবার কংগ্রেসের বিকল্প হিসেবে তারাই উঠে আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত