Ajker Patrika

উত্তরাখন্ডে মুসলিমবিরোধী বক্তব্য ভাইরাল, পুলিশি তদন্ত শুরু

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২৩: ২৮
উত্তরাখন্ডে মুসলিমবিরোধী বক্তব্য ভাইরাল, পুলিশি তদন্ত শুরু

মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে হিন্দুধর্মীয় নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উত্তরাখন্ড পুলিশ। 

হিন্দুধর্মাবলম্বীদের পবিত্র শহর হরিদ্বারে ধর্মীয় কয়েকজন নেতার বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে হওয়া ওই সভায় এই নেতারা মুসলিমদের বিষয়ে নানা বিদ্বেষমূলক বক্তব্য দেন। উসকানিমূলক এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় ভারতজুড়ে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গতকাল বৃহস্পতিবার ওই সভায় উপস্থিত নেতাদের বিরুদ্ধে একটি মামলা হয়। এ নিয়ে বিস্তারিত তদন্তে উত্তরাখন্ড পুলিশ নেমেছে বলে আজ শুক্রবার বিবিসির খবরে বলা হয়। 

মামলা হতে এত দেরি হওয়ার কারণ হিসেবে উত্তরাখন্ড পুলিশ বলেছে, এ নিয়ে কেউ অভিযোগ দায়ের না করায় মামলা হয়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে মামলায় এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তিনি জিতেন্দ্র নারায়ণ তেয়াগি, যিনি মুসলমান থেকে হিন্দুধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তাঁর আগের নাম ওয়াসিম রিজভী। মামলায় জিতেন্দ্রসহ আরও কয়েকজন অজ্ঞাতনামার কথা উল্লেখ করা হয়েছে। 

মামলায় অন্য কারও নাম উল্লেখ করা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বেশ কয়েকজন পরিচিত নেতাকে দেখা গেছে, যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির শীর্ষ নেতাদের অনেকেরই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

ভারতের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ২০১৪ সালের পর থেকে মুসলমান ও অন্য সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ভারতে বিদ্বেষমূলক প্রচার বেড়েছে। এটি শাসকগোষ্ঠীর প্রকাশ্য ও মৌন সমর্থনেই ঘটছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেই সভায় প্রবোধানন্দ গিরিকে দেখা গেছে, যিনি বেশ কয়েকজন বিজেপি নেতার ঘনিষ্ঠ। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিকে তাঁর প্রতি ভক্তি দেখাতে দেখা গেছে। সভায় প্রবোধানন্দ গিরি নানা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু এত সমালোচনার পরও তিনি তাঁর অবস্থানে অনড়। এনডিটিভিকে তিনি বলেন, তিনি পুলিশ বা অন্য কাউকে ভয় পান না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত