Ajker Patrika

ভারতের মণিপুরে ৪ জনকে গুলি করে হত্যা, ৫ জেলায় কারফিউ

ভারতের মণিপুরে ৪ জনকে গুলি করে হত্যা, ৫ জেলায় কারফিউ

ভারতের মণিপুর রাজ্যে নতুন বছরের প্রথম দিনই সহিংস ঘটনা ঘটেছে। চারজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জেরে রাজ্যটির পাঁচ জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। মণিপুরের থোউবাল জেলার স্থানীয়রা বলছেন, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি চাঁদাবাজির জন্য স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আসে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, থোউবালের লিলংয়ে চাঁদাবাজির সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক ভিডিও বার্তায় এ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নিরপরাধ মানুষকে হত্যার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা পুলিশকে অপরাধীদের ধরার জন্য নির্দেশ দিয়েছি। আমি হাতজোড় করে লিলংবাসীদের (ঘটনাস্থল) অনুরোধ করছি, অপরাধীদের ধরিয়ে দিতে সরকারকে সহযোগিতা করুন। আমি কথা দিচ্ছি, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকার সাধ্যমতো সব করবে।’

এ ছাড়া মন্ত্রী ও ক্ষমতাসীন দলের এমএলএদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ সহিংসতার জন্য মণিপুর রাজ্যের থোউবাল, পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বছরের ৩ মে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়লে মণিপুর দেশে–বিদেশে বেশ আলোচনায় এসেছিল। এ সহিংসতায় ১৮০ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত