পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। গরু পাচার মামলার তদন্তে সহযোগিতা না করার অভিযোগে আজ বৃহস্পতিবার বোলপুরের বাসভবন থেকে অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একজন তদন্ত কর্মকর্তা পিটিআইকে বলেছেন, আজ সকালে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতের বাড়িতে সিবিআইয়ের তদন্ত কর্মকর্তাদের একটি দল প্রায় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করেছে।
ওই কর্মকর্তা (পিটিআই যাঁর নাম প্রকাশ করেনি) আরও বলেছেন, ‘গরু চোরাচালানের সঙ্গে আমরা তাঁর সরাসরি সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। আজ আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করব এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
গ্রেপ্তার করার আগে অনুব্রতকে নোটিশ দেওয়া হয়েছিল বলেও তিনি জানিয়েছেন।
কয়েক দিন আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থার সামনে উপস্থিত হওয়ার দিন ধার্য ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্ধারিত দিনে উপস্থিত হননি।
এক দিন আগে সিবিআইয়ের আট সদস্যের একটি দল তৃণমূলের এই প্রভাবশালী নেতার বাড়িতে গিয়েছিল এবং তদন্তের অংশ হিসেবে তল্লাশি অভিযান চালিয়েছিল। সিবিআই কর্মকর্তারা বলেছেন, ওই সময় অনুব্রতকে তাঁর বাসভবনের দ্বিতীয় তলার একটি ঘরে আটকে রাখা হয়েছিল।
ওই কর্মকর্তা আরও বলেছেন, বোলপুরের একটি হাসপাতালের যে চিকিৎসক অনুব্রতকে ১৪ দিন বিছানায় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন, সেই চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত কর্মকর্তারা অনুব্রতর বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতেও অভিযান চালাচ্ছেন।
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও সিবিআই আটক করেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। গরু পাচার মামলার তদন্তে সহযোগিতা না করার অভিযোগে আজ বৃহস্পতিবার বোলপুরের বাসভবন থেকে অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একজন তদন্ত কর্মকর্তা পিটিআইকে বলেছেন, আজ সকালে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতের বাড়িতে সিবিআইয়ের তদন্ত কর্মকর্তাদের একটি দল প্রায় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করেছে।
ওই কর্মকর্তা (পিটিআই যাঁর নাম প্রকাশ করেনি) আরও বলেছেন, ‘গরু চোরাচালানের সঙ্গে আমরা তাঁর সরাসরি সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। আজ আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করব এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
গ্রেপ্তার করার আগে অনুব্রতকে নোটিশ দেওয়া হয়েছিল বলেও তিনি জানিয়েছেন।
কয়েক দিন আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থার সামনে উপস্থিত হওয়ার দিন ধার্য ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্ধারিত দিনে উপস্থিত হননি।
এক দিন আগে সিবিআইয়ের আট সদস্যের একটি দল তৃণমূলের এই প্রভাবশালী নেতার বাড়িতে গিয়েছিল এবং তদন্তের অংশ হিসেবে তল্লাশি অভিযান চালিয়েছিল। সিবিআই কর্মকর্তারা বলেছেন, ওই সময় অনুব্রতকে তাঁর বাসভবনের দ্বিতীয় তলার একটি ঘরে আটকে রাখা হয়েছিল।
ওই কর্মকর্তা আরও বলেছেন, বোলপুরের একটি হাসপাতালের যে চিকিৎসক অনুব্রতকে ১৪ দিন বিছানায় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন, সেই চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত কর্মকর্তারা অনুব্রতর বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতেও অভিযান চালাচ্ছেন।
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও সিবিআই আটক করেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
এটাই সফলভাবে জন্ম নেওয়া কোনো শিশুর সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ হিসেবে থাকার রেকর্ড। এর আগে ১৯৯২ সালে হিমায়িত হওয়া একটি ভ্রূণ থেকে ২০২২ সালে জন্ম নেওয়া যমজ শিশুরাই ছিল এই রেকর্ডের ধারক।
৪ ঘণ্টা আগেমৃত্যুর সময় আদেলের শরীর ছিল শীর্ণ, পেট ছিল ভেতরের দিকে ঢোকানো, হাড়গুলো বেরিয়ে এসেছিল আর মুখ ছিল ফ্যাকাশে। তাঁর এই দুর্বল দেহ গাজার ফিলিস্তিনিদের ওপর চলা ক্ষুধার যুদ্ধের এক করুণ সাক্ষী। ইসরায়েলের অবিরাম হামলার কারণে সেখানে হাসপাতালগুলোতে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগেসম্প্রতি দেশটির সরকার ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দেওয়ায় আশাবাদী হচ্ছেন ভ্রমণপ্রেমীরা। তবে গত এপ্রিলে নতুন নিয়মের ঘোষণা এলেও এখনো এটি বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় বড়দিন উদ্যাপিত হয় বছরে দুবার। একবার ডিসেম্বরের প্রচলিত দিনে, আরও একবার দেশটির শীতের মাস জুলাইয়ে। ‘ক্রিসমাস ইন জুলাই’ এখন শুধু একটি ট্রেন্ড নয়, এটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে।
৭ ঘণ্টা আগে