Ajker Patrika

করোনা রুখতে টিকাই ভরসা ভারতের

কলকাতা প্রতিনিধি
করোনা রুখতে টিকাই ভরসা ভারতের

ব্যাপক টিকাকরণ থেকেই একমাত্র করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। ভারতের রাজ্যগুলোর মুখ্য মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আজ বুধবার এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি করোনা মোকাবিলায় পরীক্ষার মাত্রা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ, এখন থেকে ইনফ্লুয়েঞ্জা হলেও রোগীর আরটিপিসিআর টেস্ট করাতে হবে। সেই সঙ্গে করোনার জিন পরীক্ষাতেও গুরুত্ব আরোপ করেছেন মোদী।

ভারতে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯২৭ এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। এই পরিস্থিতিতে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন মোদী। 

মোদী জানান, সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে দেশের টিকাকরণের সাফল্য কোভিড পরিস্থিতির সঙ্গে লড়াইয়ে সাহায্য করছে। তাই তিনি স্কুলপড়ুয়াদেরও টিকাকরণে গুরুত্ব আরোপ করেন। 

মোদীর মতে, করোনা-ওমিক্রণের ঢেউ বিনা আতঙ্কেই সামলাতে বেড়েছে ভারত। তবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নকে বাড়তি গুরুত্ব দিতে পরামর্শ দেন রাজ্যগুলোকে। সেই সঙ্গে বলেন, সাবধানতা অবলম্বন করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত