Ajker Patrika

গরমে নাজেহাল দিল্লি

ডয়চে ভেলে
আপডেট : ২৩ মে ২০২৩, ০৯: ৪৬
গরমে নাজেহাল দিল্লি

গরমের শুরুটা আরামেই কেটেছে ভারতের রাজধানী দিল্লির। বারবার বৃষ্টিতে তাপমাত্রা খুব বেশি বাড়তে পারেনি। কিন্তু গত সপ্তাহ থেকে প্রবল গরমে হাঁসফাঁস করছে রাজধানী। আগামীকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। 

গত রোববার দুপুরে দিল্লির তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, নজফগরে তাপমাত্রা রেকর্ড ৪৬ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল। তবে সামগ্রিকভাবে দিল্লির গড় তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ছিল। 

গতকাল সোমবার গরম আরও বেড়েছে। দুপুরে গড় তাপমাত্রা ৪২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। একই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁলে এবং তা টানা দুই দিন থাকলে তাকে তাপপ্রবাহ বলে। আজ মঙ্গলবার তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। 

তবে আশার কথা, দিল্লির আকাশে পশ্চিমি ঝঞ্ঝার আভাস মিলেছে। ফলে আগামীকাল বুধবার দুপুর থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। 

গরমের কারণে প্রতিবারের মতোই এবারও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার। জায়গায় জায়গায় ফুটপাতবাসীদের জন্য তাঁবু টানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত