Ajker Patrika

আবারও কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধী 

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

আবারও করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। এই নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয় দফা কোভিডে আক্রান্ত হলেন তিনি। কংগ্রেস নেতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ এক টুইটে সোনিয়ার কোভিড সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন। 

সোনিয়া গান্ধীর কোভিড আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে এক টুইটে জয়রাম রমেশ জানান, দেশের কোভিড প্রোটোকল মেনেই সোনিয়া গান্ধী কোয়ারেন্টিনে থাকবেন। 

এর আগে, গত জুন মাসেও কোভিড আক্রান্ত হয়েছিলেন ৭৫ বছর বয়সী কংগ্রেস নেত্রী। তখন তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দু মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কোভিড সংক্রমিত হলেন তিনি। এদিকে, সোনিয়া গান্ধীর মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও চলতি সপ্তাহেই কোভিডে আক্রান্ত হন। 

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজারেরও বেশি মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন এবং এই সময়ে মারা গেছেন ৬৮ জন। সারা দেশের মধ্যে সংক্রমণের হার এখন সবচেয়ে বেশি দিল্লিতে। কোভিড পরিস্থিতির কারণে এবার ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপনে ভিড় এড়ানোর জন্য রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত