Ajker Patrika

পাঞ্জাবে প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চান্নি

কলকাতা প্রতিনিধি
পাঞ্জাবে প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চান্নি

পাঞ্জাবে প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৫৮ বছর বয়সি চরণজিত সিং চান্নি। তিনি পাঞ্জাবের ১৬ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ সোমবার তাঁর সঙ্গে আরও শপথ নিয়েছেন জাঠ ও শিখ সম্প্রদায়ের দুই উপমুখ্যমন্ত্রী সুখজিন্দার সিং রান্ধাওয়া এবং ওমপ্রকাশ সোনি। 

চরণজিত সিং চান্নি জানিয়েছেন, আজ বিকেলেই তিনি সদ্য সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দারের সঙ্গে দেখা করবেন। সকলকে নিয়ে রাজ্যবাসীর উন্নয়নে কাজ করতে চান তিনি। 

পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, 'ভোটের সময়ে দেওয়া প্রতিশ্রুতি পালনই কংগ্রেসের প্রধান লক্ষ্য। নতুন সরকারকে শুভেচ্ছা জানাই।' 

উল্লেখ্য, গত শনিবার কংগ্রেসের অন্তঃকোন্দলের জেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অমরিন্দর। পাঁচ মাস পরেই ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভার ভোট। ফলে অমরিন্দরের উত্তরসূরির হাতে রয়েছে মাত্র পাঁচ মাস। অন্যদিকে, অমরিন্দর কংগ্রেসে থাকবেন কি-না তা এখনো স্পষ্ট নয়। তিনি আগেই জানিয়েছিলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধুকে মুখ্যমন্ত্রী করা হলে তিনি মানবেন না। অমরিন্দর ঘনিষ্ঠ চান্নিকে মুখ্যমন্ত্রী করে দলের ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছে বলেই অনেকে মনে করেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত