Ajker Patrika

যুক্তরাষ্ট্র চাইলে ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেবে পোল্যান্ড

অনলাইন ডেস্ক
Thumbnail image

যুক্তরাষ্ট্র চাইলে পোল্যান্ড তাঁদের কাছে থাকা সবগুলো মিগ-২৯ যুদ্ধবিমান জার্মানিতে মার্কিন বিমানঘাঁটিতে মোতায়েন করবে। ইউক্রেনে সরবরাহের জন্য বিমানগুলোকে সেখানে মোতায়েন করা হবে বলে জানিয়েছে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

একই সময়ে পোল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে, যেন যুক্তরাষ্ট্র দেশটিকে ‘অপারেশনাল সক্ষমতাসহ’ বেশ কিছু ব্যবহৃত বিমান সরবরাহ করে। পোল্যান্ড যেকোনো শর্তে অবিলম্বে এই বিমানগুলো কিনতে প্রস্তুত। 

বিবৃতিতে পোল্যান্ডের সরকার, ন্যাটোভুক্ত যেসব দেশের কাছে মিগ-২৯ বিমান রয়েছে সে সব দেশকেও তাঁদের মতো পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

তবে এই বিষয়ে মার্কিন সরকার কিছু জানে না বলে উল্লেখ করে দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘পোল্যান্ড জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি র‍্যামস্টেইনে যুদ্ধ বিমান স্থানান্তরের প্রস্তুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেনি।’ 

মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানির সময় আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘পোল্যান্ড সরকারের এই ঘোষণা যখন দেখেছি তখন আমি আক্ষরিক অর্থেই গাড়ি চালাচ্ছিলাম। সুতরাং আমার জানামতে, আমাদের সঙ্গে আগে কোনো ধরনের পরামর্শ করা হয়নি যে—তাঁরা আমাদের এই বিমানগুলো দেওয়ার পরিকল্পনা করেছে।’

এ দিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, তাঁরা পোলিশ সরকারের ঘোষণা দেখেছেন কিন্তু এখুনি তাঁদের করার কিছু নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত