Ajker Patrika

রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের পশ্চিমা সমর্থকেরা, স্বীকার করলেন জেলেনস্কি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২১: ২৪
রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের পশ্চিমা সমর্থকেরা, স্বীকার করলেন জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব সমাধানে ইউক্রেনের পক্ষে বেশ কয়েকটি পশ্চিমা দেশ রাশিয়ার সঙ্গে আলোচনা করছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যদিও রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে ব্যক্তিগতভাবে বারবারই অস্বীকৃতি জানিয়ে আসছেন তিনি।

গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে কথা বলার জন্য পশ্চিমা নেতারা কিয়েভের সঙ্গে যোগাযোগ করেছেন—এমন খবরের বিষয়ে মন্তব্য করতে বলা হয়। 

জবাবে জেলেনস্কি বলেন, তিনি এ বিষয়ে নানা মত ও প্রস্তাব শুনেছেন। তবে রাশিয়ার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সব শীর্ষস্থানীয় নেতা এবং নীতিনির্ধারকই মস্কোর সঙ্গে আপসে তাঁর আপত্তির কথা জানেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তাঁকে শত্রুদেশের সঙ্গে বৈঠক করার জন্য পশ্চিম থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। তবে তিনি স্বীকার করেন, ‘আমি নিশ্চিত, কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা বা নেতাদের উপদেষ্টা রাশিয়ার সঙ্গে আলাপ করছেন। হয়তো তাঁরা সবকিছু কীভাবে সামলানো যায়, সে বিষয়ে ভাবছেন।’ 

তবে জেলেনস্কির মতে, ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার সৈন্য সরিয়ে নেওয়া না পর্যন্ত কোনো সংলাপ সম্ভব নয়। এ ছাড়া তিনি রাশিয়ার বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। মস্কো বরাবরই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। 

ইউক্রেনের সঙ্গে সমঝোতায় আসতে ক্রেমলিন সব সময় অনাপত্তি জানিয়ে এলেও জেলেনস্কি রাশিয়ার বর্তমান সরকারের সঙ্গে সব ধরনের আপসের ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি আইনে স্বাক্ষর করেছেন। জেলেনস্কির আগে ইউক্রেনের চার সরকারই রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার পক্ষে ছিলেন।

গত শনিবার এনবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা নেতারা কিয়েভের সঙ্গে ‘গভীর আলোচনা’ করছেন। তাঁরা বোঝার চেষ্টা করছেন, এ বিরোধ মেটানোর জন্য কিয়েভ কতটুকু ছাড় দিতে প্রস্তুত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত