Ajker Patrika

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ২৬ 

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৯: ২৫
গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ২৬ 

গ্রিসের উত্তরাঞ্চলে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন মারা গেছে। আহত হয়েছে ৮৫ জনের বেশি। উদ্ধারকাজ এখনো চলছে। যাত্রীবাহী ট্রেনটি থেসালোনিকি ও লরিসার মধ্যে চলাচল করছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে প্রকাশ করা বিভিন্ন খবর ও ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সংঘর্ষে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে গেছে। সেখান থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, লোকজন চিৎকার করছিল। 

অ্যাঞ্জেলোস সিমাউরাস নামে আরেক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ‘এটি একটি ভূমিকম্পের মতো ছিল।’ 

দুর্ঘটনাস্থল লারিসার গভর্নর কন্সতানতিনোস আগরোসতোস স্কাই টিভিকে বলেছেন, থেসালি অঞ্চলের আঞ্চলিক গভর্নর কোস্টাস অ্যাগোরাস্টোস স্কাই টিভিকে জানিয়েছেন, ‘সংঘর্ষ অনেক শক্তিশালী ছিল।’ তিনি জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত