Ajker Patrika

নেদারল্যান্ডসে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১, আহত ৩০ 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৩: ৫৯
নেদারল্যান্ডসে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১, আহত ৩০ 

নেদারল্যান্ডসে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

দেশটির জরুরি পরিষেবা বিভাগের বরাতে রয়টার্স জানিয়েছে, গতকাল স্থানীয় সময় গভীর রাতে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ট্রেনটি লাইনের ওপরে রাখা নির্মাণ যন্ত্রপাতিতে ধাক্কা খায়। এ সময় লাইনচ্যুত হয়ে ট্রেনটি পাশের খেতে পড়ে যায়। 

দ্য হেগ শহরের কাছের একটি গ্রামে রাত সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল। দমকল বিভাগের এক মুখপাত্র ডাচ রেডিওকে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। 

নেদারল্যান্ডসের বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, লেইডেন শহর থেকে হেগের দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় ট্রেনটির সামনের বগি লাইনচ্যুত হয়ে পাশের খেতে পড়ে যায়। দ্বিতীয় বগিটি কাত হয়ে পড়ে এবং পেছনের দিকে আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

দুর্ঘটনার কারণ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে বলা হয়েছে, যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ডাচ রেলওয়ের (এনএস) মুখপাত্র এরিক ক্রোজে জানিয়েছেন, এ দুর্ঘটনায় একটি মালবাহী ট্রেন যুক্ত আছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন রেলওয়ে মুখপাত্র। 

এক টুইটার পোস্টে ডাচ রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার কারণে লেইডেন ও হেগ শহরের কিছু অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। 

এদিকে এই ট্রেন দুর্ঘটনাকে মর্মান্তিক বলছেন স্থানীয় মেয়র নাডিন স্টেমারডিংক। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত