Ajker Patrika

নেদারল্যান্ডসের আদালতে পাকিস্তানি ক্রিকেটারের বিচার শুরু

অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডসের আদালতে পাকিস্তানি ক্রিকেটারের বিচার শুরু

ইসলামবিরোধী এক ডাচ রাজনীতিবিদকে হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে নেদারল্যান্ডসের একটি আদালতে পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালিদ লতিফের বিচার শুরু হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপিনডেন্ট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউরোপের দেশ নেদারল্যান্ডসের সঙ্গে পাকিস্তানের আসামি হস্তান্তরের কোনো চুক্তি নেই ৷ তাই লতিফকে নেদারল্যান্ডসে নেওয়া সম্ভব হয়নি। তার অনুপস্থিতিতেই গতকাল মঙ্গলবার বিচার প্রক্রিয়া শুরু হয়। 

আইনজীবীরা জানান, নেদারল্যান্ডসের রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স ইসলাম ধর্মের নবি মোহাম্মদ (সা.) এর কার্টুন আঁকার প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। ইসলাম ধর্মে নবীর ছবি আঁকা নিষিদ্ধ। বেশিরভাগ মুসলমান এমন কার্যক্রমকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গর্হিত বলে মনে করেন।

প্রতিযোগিতা আয়োজনের ঘোষণার পর নানা জায়গা থেকে হুমকি আসতে থাকলে আয়োজন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন গির্ট উইল্ডার্স।

এদিকে কার্টুন আঁকার প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়ার পর ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে গির্ট উইল্ডার্সকে হত্যা করার আহ্বান জানান পাকিস্তানী ক্রিকেটার খালিদ লতিফ। সেই সঙ্গে এই রাজনীতিবিদের মাথার দাম ২১ হাজার ডলার ঘোষণা করেন লতিফ।

আদালতে উপস্থিত গির্ট উইল্ডার্স বলেন, ‘হিংস্রভাবে মানুষ হত্যা করাই তার (লতিফ) লক্ষ্য ছিল না, বরং, একজন ডাচ প্রতিনিধিকে তিনি চুপ করিয়ে দিতে চেয়েছিলেন।’

আদালতে লতিফের ১২ বছরের সাজার আবেদন করেছেন আইনজীবীরা ৷ 

কার্টুন প্রতিযোগিতা থামাতে কাউকে হত্যা করেতে বলা এবং প্রতিযোগিতার আয়োজককে হত্যার জন্য অর্থমূল্য ঘোষণা করার অপরাধের কঠোর সাজা হওয়া উচিত বলে মনে করেন তারা ৷ 

এ সময় ক্রিকেটার লতিফ বা তার পক্ষ থেকে কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত ছিলেন না৷ 

আগামী ১১ সেপ্টেম্বর মামালার রায় ঘোষণা হতে পারে ৷ 

উল্লেখ্য ২০০৮ সালে পাকিস্তান জাতীয় দলে ডাক পান ডান হাতি এই ক্রিকেটার ৷ পরিসংখ্যান বলছে, জাতীয় দলের হয়ে তিনি মোট ৫ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন ৷ এরপর ২০১৭ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি ৷ সম্প্রতি তার এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ৷ বর্তমানে তিনি করাচির একটি ক্লাবের হয়ে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত