Ajker Patrika

ইউক্রেন আক্রমণের ‘সব উদ্দেশ্য’ পূরণের দৃঢ় প্রতিজ্ঞা পুতিনের

ইউক্রেন আক্রমণের ‘সব উদ্দেশ্য’ পূরণের দৃঢ় প্রতিজ্ঞা পুতিনের

ইউক্রেন আক্রমণের সব উদ্দেশ্য পূরণের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পুতিন বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অপারেশন একটি সার্বভৌম দেশের নিজেদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত।’ এ সময় পুতিন প্রতিজ্ঞা করেন যে—‘এই বিশেষ সামরিক অভিযানের সকল উদ্দেশ্যেই পূর্ণ করা হবে।’ 

বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়াকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসে ‘অপারেশন’ চালাতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, ‘এটি কঠিন ছিল, তবে এটি জোরপূর্বক হলেও এর প্রয়োজন ছিল। এটি জাতিসংঘ চার্টারের ভিত্তিতে আমাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই পরিচালিত হয়েছে।’ 

শুক্রবারে দেওয়া ওই ভাষণে পুতিন আরও বলেন, অবরোধ দিয়ে রাশিয়ার অর্থনীতি ধ্বংস করে রাশিয়াকে শিক্ষা দেওয়া যে পরিকল্পনা পশ্চিমের ছিল তা সফল হয়নি। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি এখনো গতিশীল এবং স্থিতিশীল। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।’ 

পুতিন আরও বলেন, ‘এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা শেষ হয়ে গেছে।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, তাঁরা তাদের রাজনৈতিক সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। 

এদিকে, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ইউরোপীয় কমিশনের পরামর্শ মোতাবেক ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে তাঁর দেশ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত