Ajker Patrika

মানুষ ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না: ঋষি সুনাক

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৯: ৪৫
মানুষ ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না: ঋষি সুনাক

মানুষ চাইলেই তার ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, ‘একজন পুরুষ পুরুষই এবং একজন নারী নারীই।’ গত বুধবার কনজারভেটিভ পার্টির সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে ঋষি সুনাকের ভাষায়, যেকোনো লিঙ্গের হতে চাওয়ার বিশ্বাসের জন্য কাউকে বুলিং করা উচিত নয়।  কারণ তা হয় না। পুরুষ পুরুষই আর নারী নারীই।

কনফারেন্সে ধূমপানের বিরোধিতাও করেছেন সুনাক। ইংল্যান্ডে ধূমপায়ীদের ন্যূনতম বয়স এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি প্রস্তাব করি, ভবিষ্যতে আমরা প্রতিবছর ধূমপান করার বয়স এক বছর করে যেন বাড়িয়ে দিই। এর মানে হলো, আজকের ১৪ বছর বয়সী একজনের কাছে কখনোই সিগারেট বিক্রি করা হবে না। এতে তারা এবং তাদের প্রজন্ম ধূমপানমুক্ত হয়ে বেড়ে উঠতে পারে।’

এ সময় ছোট নৌকায় করে আসা অভিবাসীদের নিরুৎসাহিত করার প্রতিশ্রুতি দেন সুনাক। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে রুয়ান্ডায় ফ্লাইট নিয়মিত যেতে শুরু করলে নৌকা আসা বন্ধ হয়ে যাবে। এটা জেনে রাখুন, নৌকা ঠেকাতে যা যা করা দরকার তা-ই করব।’

যুক্তরাজ্যের আন্তর্জাতিক মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে সাহায্য করার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যদি ভলোদিমির জেলেনস্কিকে হাতিয়ার দিই, তাহলে ইউক্রেনীয়রা কাজ শেষ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত