আরও ৯ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁকে এই দণ্ড দেয়। ফলে শিগগিরই মুক্তি মিলছে না রাশিয়ার সরকার বিরোধী এই রাজানীতিবিদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়া ইউক্রেনে তাঁদের দাবিকৃত ‘বিশেষ অভিযান’ চালানোর ২৭ দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। এর ফলে আগামি দেড় বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও তাকে আরও আট বছর অতিরিক্ত কারাবাস করতে হবে। মস্কোর বাইরে পোকরভ শহরে এক কারাগারের ভেতরে বিচারের মুখোমুখি করা হয় নাভালনিকে।
রুশ আদালতের এই রায়ের পর নাভালনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন—‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করাই সবসময় আমাদের মূল লক্ষ্য ছিল।’
পোস্টে নাভালনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে রাশিয়ার নাগরিকদের তাঁর দেশের ‘যুদ্ধাপরাধীদের’ প্রতিহত করার আহ্বান জানান।
ওই মামলার বিচারকার্যের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিকের মতে—মামলার বিচারক মার্গারিতা কোতোভা বলেছেন, ‘নাভালনি একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন।’
নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকে রায়ের পর কারাগারের বাইরে থাকা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল কিন্তু পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
নাভালনির মামলার কৌসুলীরা বলেছেন—নতুন যে দণ্ড নাভালনিকে দেওয়া হলো তার অর্থ হলো, নাভালনিকে দেড় বছরের পরিবর্তে আরও আট বছর কারাগারে থাকতে হবে।
আরও ৯ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁকে এই দণ্ড দেয়। ফলে শিগগিরই মুক্তি মিলছে না রাশিয়ার সরকার বিরোধী এই রাজানীতিবিদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়া ইউক্রেনে তাঁদের দাবিকৃত ‘বিশেষ অভিযান’ চালানোর ২৭ দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। এর ফলে আগামি দেড় বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও তাকে আরও আট বছর অতিরিক্ত কারাবাস করতে হবে। মস্কোর বাইরে পোকরভ শহরে এক কারাগারের ভেতরে বিচারের মুখোমুখি করা হয় নাভালনিকে।
রুশ আদালতের এই রায়ের পর নাভালনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন—‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করাই সবসময় আমাদের মূল লক্ষ্য ছিল।’
পোস্টে নাভালনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে রাশিয়ার নাগরিকদের তাঁর দেশের ‘যুদ্ধাপরাধীদের’ প্রতিহত করার আহ্বান জানান।
ওই মামলার বিচারকার্যের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিকের মতে—মামলার বিচারক মার্গারিতা কোতোভা বলেছেন, ‘নাভালনি একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন।’
নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকে রায়ের পর কারাগারের বাইরে থাকা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল কিন্তু পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
নাভালনির মামলার কৌসুলীরা বলেছেন—নতুন যে দণ্ড নাভালনিকে দেওয়া হলো তার অর্থ হলো, নাভালনিকে দেড় বছরের পরিবর্তে আরও আট বছর কারাগারে থাকতে হবে।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নিতে পারে।’ মুডিস এই বিষয়কে সূত্র ধরে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতি
৩ মিনিট আগেজাপানে শিশু জনসংখ্যা টানা ৪৪ বছর ধরে হ্রাস পাচ্ছে। এবার শিশু দিবস উপলক্ষে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে। নতুন তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত দেশটিতে ১৪ বছরের কম বয়সী শিশুর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৩৬ লাখ ৬০ হাজার, যা আগের বছরের
৩৩ মিনিট আগেজীবন যেন একেবারে চলচ্চিত্রের মতো—দ্রুত এক উত্থানের পর তীব্র পতন। ২০১৮ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন এয়ারসেল-এর প্রতিষ্ঠাতা। সম্প্রতি ‘দ্য রানবীর শো’ পডকাস্টে এসে তিনি শোনালেন তাঁর উত্থান-পতনের গল্প। জানালেন কীভাবে সাড়ে ৯০০০ কোটি টাকা হারানোর পরও নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন তিনি।
১ ঘণ্টা আগেপেহেলগাম হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ঠিক এই সময়েই আরও একবার নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন করল পাকিস্তান। দেশটি সফলভাবে পরীক্ষা করল ‘ফতেহ’ নামের ১২০ কিমি পাল্লার আরও একটি সারফেস টু সারফেস (ভূমি থেকে ভূমি) ক্ষেপণাস্ত্র। আজ সোমবার (৫ মে) সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার
১ ঘণ্টা আগে