অনলাইন ডেস্ক
আরও ৯ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁকে এই দণ্ড দেয়। ফলে শিগগিরই মুক্তি মিলছে না রাশিয়ার সরকার বিরোধী এই রাজানীতিবিদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়া ইউক্রেনে তাঁদের দাবিকৃত ‘বিশেষ অভিযান’ চালানোর ২৭ দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। এর ফলে আগামি দেড় বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও তাকে আরও আট বছর অতিরিক্ত কারাবাস করতে হবে। মস্কোর বাইরে পোকরভ শহরে এক কারাগারের ভেতরে বিচারের মুখোমুখি করা হয় নাভালনিকে।
রুশ আদালতের এই রায়ের পর নাভালনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন—‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করাই সবসময় আমাদের মূল লক্ষ্য ছিল।’
পোস্টে নাভালনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে রাশিয়ার নাগরিকদের তাঁর দেশের ‘যুদ্ধাপরাধীদের’ প্রতিহত করার আহ্বান জানান।
ওই মামলার বিচারকার্যের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিকের মতে—মামলার বিচারক মার্গারিতা কোতোভা বলেছেন, ‘নাভালনি একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন।’
নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকে রায়ের পর কারাগারের বাইরে থাকা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল কিন্তু পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
নাভালনির মামলার কৌসুলীরা বলেছেন—নতুন যে দণ্ড নাভালনিকে দেওয়া হলো তার অর্থ হলো, নাভালনিকে দেড় বছরের পরিবর্তে আরও আট বছর কারাগারে থাকতে হবে।
আরও ৯ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁকে এই দণ্ড দেয়। ফলে শিগগিরই মুক্তি মিলছে না রাশিয়ার সরকার বিরোধী এই রাজানীতিবিদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়া ইউক্রেনে তাঁদের দাবিকৃত ‘বিশেষ অভিযান’ চালানোর ২৭ দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। এর ফলে আগামি দেড় বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও তাকে আরও আট বছর অতিরিক্ত কারাবাস করতে হবে। মস্কোর বাইরে পোকরভ শহরে এক কারাগারের ভেতরে বিচারের মুখোমুখি করা হয় নাভালনিকে।
রুশ আদালতের এই রায়ের পর নাভালনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন—‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করাই সবসময় আমাদের মূল লক্ষ্য ছিল।’
পোস্টে নাভালনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে রাশিয়ার নাগরিকদের তাঁর দেশের ‘যুদ্ধাপরাধীদের’ প্রতিহত করার আহ্বান জানান।
ওই মামলার বিচারকার্যের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিকের মতে—মামলার বিচারক মার্গারিতা কোতোভা বলেছেন, ‘নাভালনি একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন।’
নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকে রায়ের পর কারাগারের বাইরে থাকা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল কিন্তু পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
নাভালনির মামলার কৌসুলীরা বলেছেন—নতুন যে দণ্ড নাভালনিকে দেওয়া হলো তার অর্থ হলো, নাভালনিকে দেড় বছরের পরিবর্তে আরও আট বছর কারাগারে থাকতে হবে।
অন্তরঙ্গ মুহূর্তে পরকীয় প্রেমিককে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বরেলিতে। ৩২ বছর বয়সী এই নারীর ভাষ্য, তাঁর প্রেমিক তাঁকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে আসছিল। এই অবস্থায় তাঁর সামনে দুটি পথ...
৭ মিনিট আগেব্রেক্সিটের ৫ বছর পর প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ইইউর এক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন কিয়ার স্টারমার। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ওপর আলোচনায় অংশ নেবেন তিনি। পাশাপাশি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। গতকাল রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এক কথা বলেন। ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ...
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট মিলে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবেন এবং এই অঞ্চলে শান্তির বলয় বাড়িয়ে তুলবেন। গতকাল রোববার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি এই কথা বলেন।
১ ঘণ্টা আগে