অনলাইন ডেস্ক
ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর প্রিলুকিতে বুধবার গভীর রাতে এক রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ৯ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় দমকল বিভাগের প্রধান। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন, নিহতদের মধ্যে আছেন তাঁর স্ত্রী, পুলিশ অফিসার কন্যা এবং এক বছর বয়সী নাতি।
তিন প্রজন্মের এমন করুণ মৃত্যুর খবরে শোকাহত ইউক্রেনের জাতীয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে—২৫ বছর বয়সী নিহত দারিনা শিগিদা (স্থানীয় দমকল প্রধানের কন্যা) একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি বাহিনীতে যোগ দেন।
বিবৃতিতে বলা হয়, ‘দারিনা ছিলেন সাহসী, সৎ ও কর্তব্যপরায়ণ। তাঁর সহকর্মীরা ও পরিচিতজনেরা তাঁকে এমনভাবেই মনে রাখবেন।’
দারিনার স্বামীও একজন পেট্রল পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, মোটা শীতের জ্যাকেট ও টুপি পরে থাকা একটি শিশুকে কোলে চেপে ধরে আছেন মৃত এক মা। তাঁর নাম প্রকাশ করা হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় নিহত শিশুটি যুদ্ধ শুরুর পর থেকে রুশ আগ্রাসনে প্রাণ হারানো ৬৩২ তম শিশু। তিনি বলেন, ‘বুধবার রাতে রাশিয়া ১০৩টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছুড়ে মারে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।’
প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনাকে ‘রুশ সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ’ হিসেবে বর্ণনা করে পশ্চিমা দেশগুলোর প্রতি রাশিয়ার ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ ও চাপ বৃদ্ধির আহ্বান জানান। তাঁর ভাষায়, ‘শক্তি প্রয়োগ করেই এই যুদ্ধ থামানো সম্ভব।’
প্রিলুকি শহর আজ বৃহস্পতিবার থেকে দুই দিনের শোক ঘোষণা করেছে। শহরের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো ব্যানার টানানো হয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, রাশিয়ার নিজস্ব উৎপাদিত ইরানি শাহেদ ড্রোন দিয়েই ইউক্রেনের ওপর হামলা জোরদার করেছে। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়ার কৌশল হিসেবেই এই ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে মস্কো।
ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর প্রিলুকিতে বুধবার গভীর রাতে এক রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ৯ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় দমকল বিভাগের প্রধান। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন, নিহতদের মধ্যে আছেন তাঁর স্ত্রী, পুলিশ অফিসার কন্যা এবং এক বছর বয়সী নাতি।
তিন প্রজন্মের এমন করুণ মৃত্যুর খবরে শোকাহত ইউক্রেনের জাতীয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে—২৫ বছর বয়সী নিহত দারিনা শিগিদা (স্থানীয় দমকল প্রধানের কন্যা) একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি বাহিনীতে যোগ দেন।
বিবৃতিতে বলা হয়, ‘দারিনা ছিলেন সাহসী, সৎ ও কর্তব্যপরায়ণ। তাঁর সহকর্মীরা ও পরিচিতজনেরা তাঁকে এমনভাবেই মনে রাখবেন।’
দারিনার স্বামীও একজন পেট্রল পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, মোটা শীতের জ্যাকেট ও টুপি পরে থাকা একটি শিশুকে কোলে চেপে ধরে আছেন মৃত এক মা। তাঁর নাম প্রকাশ করা হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় নিহত শিশুটি যুদ্ধ শুরুর পর থেকে রুশ আগ্রাসনে প্রাণ হারানো ৬৩২ তম শিশু। তিনি বলেন, ‘বুধবার রাতে রাশিয়া ১০৩টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছুড়ে মারে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।’
প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনাকে ‘রুশ সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ’ হিসেবে বর্ণনা করে পশ্চিমা দেশগুলোর প্রতি রাশিয়ার ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ ও চাপ বৃদ্ধির আহ্বান জানান। তাঁর ভাষায়, ‘শক্তি প্রয়োগ করেই এই যুদ্ধ থামানো সম্ভব।’
প্রিলুকি শহর আজ বৃহস্পতিবার থেকে দুই দিনের শোক ঘোষণা করেছে। শহরের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো ব্যানার টানানো হয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, রাশিয়ার নিজস্ব উৎপাদিত ইরানি শাহেদ ড্রোন দিয়েই ইউক্রেনের ওপর হামলা জোরদার করেছে। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়ার কৌশল হিসেবেই এই ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে মস্কো।
ঘোড়ার দেশ মঙ্গোলিয়া। ত্রয়োদশ শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে এই দেশেরই অশ্বারোহী বাহিনী এশিয়া ও ইউরোপের বিশাল অংশ জয় করেছিল। এই দেশেই একসময় ঘুরে বেড়াত পৃথিবীর সবচেয়ে বুনো ঘোড়ার জাত টাখি। কিন্তু বিশেষ প্রজাতির এই ঘোড়ার সংখ্যা কমতে কমতে একসময় বিলুপ্ত হয়ে যাচ্ছিল!
৩৩ মিনিট আগেদিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে আট বছর ধরে একটি ভুয়া দূতাবাস চালাচ্ছিলেন হর্ষবর্ধন জৈন। তাঁর বিষয়ে তদন্ত শুরু হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৩০০ কোটি রুপির কেলেঙ্কারি, গত ১০ বছরে ১৬২টি বিদেশ ভ্রমণ এবং একাধিক বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তাঁর সম্ভাব্য যোগসূত্র মিলেছে।
৩৯ মিনিট আগেচার দিন ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ অবসানে এবার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আগামীকাল সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি
২ ঘণ্টা আগেগাজার নির্দিষ্ট কিছু অংশে দৈনিক ১০ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখা ও নতুন ত্রাণ করিডর খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সময়ে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় আকাশপথে ত্রাণ বিতরণ শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে