অনলাইন ডেস্ক
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরালে নিজের প্রাসাদে ৯৬ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় সারা বিশ্বের নেতারা অংশগ্রহণ করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যোগ দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ১৯৫৩ সালে যে চার্চে রানির মাথায় মুকুট পরানো হয়েছিল, সেই চার্চেই রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা-বাদশাসহ অনেক বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। তবে একজন বিশ্বনেতা সম্ভবত এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন না। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে অবনতি হয়েছে। তবে নতুন রাজা তৃতীয় চার্লসকে তিনি সান্ত্বনা জানিয়েছেন।
এদিকে এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, বহু দশক ধরে দ্বিতীয় এলিজাবেথ তাঁর প্রজাদের ভালোবাসা ও সম্মান অর্জনের পাশাপাশি বিশ্বমঞ্চে কর্তৃত্ব করার আনন্দ উপভোগ করেছেন। রুশরা তাঁর প্রজ্ঞার জন্য তাঁকে সম্মান করে। তবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় পুতিনের উপস্থিতি বিবেচনা করা হচ্ছে না।
অন্যদিকে রাশিয়ার এক ঘোরতর প্রতিপক্ষ দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন যে তিনি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। তিনি বলেছেন, ‘রানি ছিলেন ব্রিটিশদের মাথার ওপর ছায়ার মতো। তিনি ছিলেন ব্রিটিশদের গর্ব।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকার ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘রানির সঙ্গে বাকিংহাম প্যালেসে আমার দুবার দেখা হয়েছিল। যদি সুযোগ পাই, অবশ্যই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেব।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ব্রিটিশ দূতাবাসে রানির জন্য শোক বইতে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন। তিনি নিশ্চিতভাবেই রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডসসহ ইউরোপের রাজপরিবারের সদস্যরাও অংশ নেবেন।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরালে নিজের প্রাসাদে ৯৬ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় সারা বিশ্বের নেতারা অংশগ্রহণ করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যোগ দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ১৯৫৩ সালে যে চার্চে রানির মাথায় মুকুট পরানো হয়েছিল, সেই চার্চেই রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা-বাদশাসহ অনেক বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। তবে একজন বিশ্বনেতা সম্ভবত এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন না। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে অবনতি হয়েছে। তবে নতুন রাজা তৃতীয় চার্লসকে তিনি সান্ত্বনা জানিয়েছেন।
এদিকে এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, বহু দশক ধরে দ্বিতীয় এলিজাবেথ তাঁর প্রজাদের ভালোবাসা ও সম্মান অর্জনের পাশাপাশি বিশ্বমঞ্চে কর্তৃত্ব করার আনন্দ উপভোগ করেছেন। রুশরা তাঁর প্রজ্ঞার জন্য তাঁকে সম্মান করে। তবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় পুতিনের উপস্থিতি বিবেচনা করা হচ্ছে না।
অন্যদিকে রাশিয়ার এক ঘোরতর প্রতিপক্ষ দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন যে তিনি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। তিনি বলেছেন, ‘রানি ছিলেন ব্রিটিশদের মাথার ওপর ছায়ার মতো। তিনি ছিলেন ব্রিটিশদের গর্ব।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকার ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘রানির সঙ্গে বাকিংহাম প্যালেসে আমার দুবার দেখা হয়েছিল। যদি সুযোগ পাই, অবশ্যই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেব।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ব্রিটিশ দূতাবাসে রানির জন্য শোক বইতে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন। তিনি নিশ্চিতভাবেই রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডসসহ ইউরোপের রাজপরিবারের সদস্যরাও অংশ নেবেন।
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
৩ ঘণ্টা আগেএপ্রিলের শুরুতেই এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদায়ের আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসীদের সুরক্ষায় এই অস্থায়ী আইনি মর্যাদা অনুমোদন করেন। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধ শুরু হওয়ার আগে থেকেই...
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। আজ বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নতুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ধরন পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা, যুক্তরাষ্ট্র,
৫ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
৬ ঘণ্টা আগে