Ajker Patrika

ভারতীয় ধরনের বিরুদ্ধে কম কার্যকর হলেও সুরক্ষা দিতে পারে ফাইজারের টিকা: গবেষণা

অনলাইন ডেস্ক
Thumbnail image

ঢাকা: করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে কম কার্যকর হলেও সুরক্ষা দিতে পারে ফাইজারের টিকা। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।

পিয়ার রিভিউ-এর আগে গবেষণাটি বায়োআরজিভ নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের পরিচালক এবং গবেষণার সহ-লেখক অলিভিয়ার শোয়ার্জ বলেন, ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কম হলেও সম্ভবত এটি সুরক্ষা দিতে পারে।

বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অরলিন্স শহরের স্বাস্থ্য কর্মীদের ২৮ জনের ওপর গবেষণাটি করা হয়। এদের মধ্যে ১৬ জনকে ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন এবং ১২ জনকে অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।

গবেষণায় দেখা যায়, যারা ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় করোনার ধরনের( বি.১.৬১৭) বিরুদ্ধে যে অ্যান্টিবডি প্রয়োজন তা তিনগুণ হ্রাস পেয়েছে। তবে এর পরেও ফাইজারের ভ্যাকসিন সুরক্ষা দিতে সক্ষম।

গবেষণায় বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন ছিল। এই টিকাটি ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নিম্ন স্তরের অ্যান্টিবডিগুলোকে প্ররোচিত করতে পারে।

গত এক বছরের মধ্যে যাদের করোনা হয়েছে এবং যারা ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় ধরনের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে সেই তুলনায় যুক্তরাজ্যের ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন আরও তিন থেকে ছয়গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।

২০১৯ সালে করোনা রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বে এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি ধরন শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো-যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতীয় ধরন বিশ্বের ৫৩টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত