এক সময় রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি ও দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন আলেক্সান্ডার লিটভিনেঙ্কো। পরে এই বাহিনীগুলোর অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলে ১৯৯৮ সালে বহিষ্কার করা হয় তাঁকে।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রধান ছিলেন। তাঁর রোষানল থেকে বাঁচতে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে পালিয়ে যান লিটভিনেঙ্কো। শুধু তাই নয়, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের হয়ে কাজও শুরু করেন।
এ অবস্থায় লিটভিনেঙ্কোকে চিরতরে সরিয়ে দিতে ২০০৬ সালে কেজিবির দুই গোয়েন্দাকে যুক্তরাজ্যে পাঠান পুতিন। তাঁদেরই একজন ছিলেন আন্দ্রেই লুগোভই। লিটভিনেঙ্কোর সঙ্গে লন্ডনের মিলেনিয়াম হোটেলে সাক্ষাৎ করে তাঁর চায়ের কাপে শক্তিশালী রাসায়নিক অস্ত্র ‘পেলোনিয়াম’ ঢেলে দিয়েছিলেন লুগোভই। মারাত্মক ওই রাসায়নিকের তেজস্ক্রিয়তায় ২৩ দিন ভোগে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন লিটভিনেঙ্কো। তবে মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়েই রাসায়নিক হামলার রহস্য উদ্ঘাটন করে গিয়েছিলেন তিনি। এ ছাড়া হামলা করে রাশিয়ায় ফিরে যাওয়ার পথে পথে বিভিন্ন বিমানবন্দরে তেজস্ক্রিয়তার ছাপ রেখে গিয়েছিলেন লুগোভই ও তাঁর সঙ্গী দিমিত্রি কভতুন। গত বছর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কভতুন।
আজ সোমবার ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, লিটভিনেঙ্কোকে হত্যা করা রুশ গোয়েন্দা লুগোভইও শেষ পর্যন্ত ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরের টিউমার পরীক্ষা করে দেখা গেছে, সে রাসায়নিক দিয়ে তিনি লিটভিনেঙ্কোকে হত্যা করেছিলেন সেই একই রাসায়নিকের কারণেই ক্যানাসারে আক্রান্ত হয়েছেন তিনি।
বর্তমানে ৫৬ বছর বয়সী লুগোভই রুশ সংসদের সদস্য এবং ইউক্রেন হামলার ঘোর সমর্থক। কতগুলো ফাঁস হওয়া ইমেইলের বরাতে তাঁর প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি মস্কোতে চাউর হয়ে গেছে। ইউক্রেনের একটি সাইবার প্রতিরোধ গ্রুপ ওই ইমেইলগুলো ফাঁস করেছে বলে জানা গেছে।
ফাঁস ই-মেইল থেকে জানা গেছে, গত ৫ এপ্রিল লুগোভইকে তেজস্ক্রিয় থেরাপি ব্যবস্থার প্রস্তাব করেন চিকিৎসকেরা। যদিও লুগোভই লিখিতভাবে কোনো অস্ত্রোপচার এবং তেজস্ক্রিয় থেরাপি নিতে অস্বীকার করেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসা চালিয়ে যেতে বলেন।
উল্লেখ্য, গত মে মাসেই লুগোভই দাবি করেছিলেন—ইউক্রেনের হ্যাকাররা তাঁর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। শুধু তাই নয়, লুগোভই দাবি করেছিলেন—হ্যাকাররা তাঁর ৩৪ বছর বয়সী গায়িকা স্ত্রীর অ্যাকাউন্টেও গোপনে প্রবেশ করেছিল।
এক সময় রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি ও দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন আলেক্সান্ডার লিটভিনেঙ্কো। পরে এই বাহিনীগুলোর অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলে ১৯৯৮ সালে বহিষ্কার করা হয় তাঁকে।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রধান ছিলেন। তাঁর রোষানল থেকে বাঁচতে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে পালিয়ে যান লিটভিনেঙ্কো। শুধু তাই নয়, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের হয়ে কাজও শুরু করেন।
এ অবস্থায় লিটভিনেঙ্কোকে চিরতরে সরিয়ে দিতে ২০০৬ সালে কেজিবির দুই গোয়েন্দাকে যুক্তরাজ্যে পাঠান পুতিন। তাঁদেরই একজন ছিলেন আন্দ্রেই লুগোভই। লিটভিনেঙ্কোর সঙ্গে লন্ডনের মিলেনিয়াম হোটেলে সাক্ষাৎ করে তাঁর চায়ের কাপে শক্তিশালী রাসায়নিক অস্ত্র ‘পেলোনিয়াম’ ঢেলে দিয়েছিলেন লুগোভই। মারাত্মক ওই রাসায়নিকের তেজস্ক্রিয়তায় ২৩ দিন ভোগে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন লিটভিনেঙ্কো। তবে মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়েই রাসায়নিক হামলার রহস্য উদ্ঘাটন করে গিয়েছিলেন তিনি। এ ছাড়া হামলা করে রাশিয়ায় ফিরে যাওয়ার পথে পথে বিভিন্ন বিমানবন্দরে তেজস্ক্রিয়তার ছাপ রেখে গিয়েছিলেন লুগোভই ও তাঁর সঙ্গী দিমিত্রি কভতুন। গত বছর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কভতুন।
আজ সোমবার ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, লিটভিনেঙ্কোকে হত্যা করা রুশ গোয়েন্দা লুগোভইও শেষ পর্যন্ত ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরের টিউমার পরীক্ষা করে দেখা গেছে, সে রাসায়নিক দিয়ে তিনি লিটভিনেঙ্কোকে হত্যা করেছিলেন সেই একই রাসায়নিকের কারণেই ক্যানাসারে আক্রান্ত হয়েছেন তিনি।
বর্তমানে ৫৬ বছর বয়সী লুগোভই রুশ সংসদের সদস্য এবং ইউক্রেন হামলার ঘোর সমর্থক। কতগুলো ফাঁস হওয়া ইমেইলের বরাতে তাঁর প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি মস্কোতে চাউর হয়ে গেছে। ইউক্রেনের একটি সাইবার প্রতিরোধ গ্রুপ ওই ইমেইলগুলো ফাঁস করেছে বলে জানা গেছে।
ফাঁস ই-মেইল থেকে জানা গেছে, গত ৫ এপ্রিল লুগোভইকে তেজস্ক্রিয় থেরাপি ব্যবস্থার প্রস্তাব করেন চিকিৎসকেরা। যদিও লুগোভই লিখিতভাবে কোনো অস্ত্রোপচার এবং তেজস্ক্রিয় থেরাপি নিতে অস্বীকার করেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসা চালিয়ে যেতে বলেন।
উল্লেখ্য, গত মে মাসেই লুগোভই দাবি করেছিলেন—ইউক্রেনের হ্যাকাররা তাঁর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। শুধু তাই নয়, লুগোভই দাবি করেছিলেন—হ্যাকাররা তাঁর ৩৪ বছর বয়সী গায়িকা স্ত্রীর অ্যাকাউন্টেও গোপনে প্রবেশ করেছিল।
ভারতের দিল্লির মুস্তফাবাদ এলাকায় আজ শনিবার ভোরে এক ভবন ধসের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দুর্ঘটনার দৃশ্য। ঘটনাস্থলে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং পুলিশের দল উদ্ধারকাজ শুরু করেছে।
২১ মিনিট আগেঅবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৯ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
১০ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
১০ ঘণ্টা আগে