আজ শনিবার থেকে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে গাসুম। তবে ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্বালানি সংস্থাটি।
ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে ইউক্রেনে আগ্রাসনের মাঝেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছিল রাশিয়া। তবে রাশিয়া বলেছে, ‘বন্ধুত্বহীন’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফিনল্যান্ড।
গাসুম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি থাকার পরেও এটি বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এটি মোকাবিলায় সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না। আমরা আগামী মাসের মধ্যেই আমাদের সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’
এ বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘এটা স্পষ্ট যে কেউ বিনা মূল্যে কিছু দেবে না।’
উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। মস্কো জানায়, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এই সর্ম্পকিত পড়ুন:
আজ শনিবার থেকে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে গাসুম। তবে ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্বালানি সংস্থাটি।
ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে ইউক্রেনে আগ্রাসনের মাঝেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছিল রাশিয়া। তবে রাশিয়া বলেছে, ‘বন্ধুত্বহীন’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফিনল্যান্ড।
গাসুম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি থাকার পরেও এটি বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এটি মোকাবিলায় সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না। আমরা আগামী মাসের মধ্যেই আমাদের সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’
এ বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘এটা স্পষ্ট যে কেউ বিনা মূল্যে কিছু দেবে না।’
উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। মস্কো জানায়, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এই সর্ম্পকিত পড়ুন:
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে