Ajker Patrika

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

আজ শনিবার থেকে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে গাসুম। তবে ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্বালানি সংস্থাটি। 

ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে ইউক্রেনে আগ্রাসনের মাঝেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছিল রাশিয়া। তবে রাশিয়া বলেছে, ‘বন্ধুত্বহীন’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে হবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফিনল্যান্ড। 

গাসুম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি থাকার পরেও এটি বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এটি মোকাবিলায় সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না। আমরা আগামী মাসের মধ্যেই আমাদের সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’ 

এ বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘এটা স্পষ্ট যে কেউ বিনা মূল্যে কিছু দেবে না।’ 

উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। মস্কো জানায়, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।

 এই সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত