Ajker Patrika

ইউরোপীয় পার্লামেন্টে ডানপন্থীদের আধিপত্যের মুখে ফরাসি পার্লামেন্ট ভেঙে দিলেন মাখোঁ 

আপডেট : ১০ জুন ২০২৪, ১০: ৫১
ইউরোপীয় পার্লামেন্টে ডানপন্থীদের আধিপত্যের মুখে ফরাসি পার্লামেন্ট ভেঙে দিলেন মাখোঁ 

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীরা এগিয়ে আছেন। এই অবস্থায় গতকাল রোববার ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি এমন এক সময়ে এ সিদ্ধান্ত নিলেন, যখন ইউরোপীয় পার্লামেন্টের ক্ষমতা কট্টর ডানপন্থীদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইউরোপীয় পার্লামেন্টের ৭২০ আসনে মধ্যপন্থী, উদারপন্থী ও সমাজতন্ত্রীরা অধিকাংশ আসনে এগিয়ে থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়নি, যা ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ বড় রকমের ধাক্কা দিয়েছে। একই অবস্থা জার্মানিতেও। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইউরোপের প্রধান প্রধান দেশগুলো জোটে তাদের জাতীয় নীতিগুলো কীভাবে বাস্তবায়িত হবে। 

মূলত জাতীয় পার্লামেন্টকে কট্টর ডানপন্থীদের কবজা থেকে মুক্ত রাখতেই একটি জুয়া খেলেছেন ফ্রান্সের পার্লামেন্ট। তাঁর ঘোষণা অনুসারে, আগামী ৩০ জুন ফরাসি পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে। মাখোঁর মতো, বড় রকমের ধাক্কা খেয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। জার্মানিতে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে এযাবৎকালের ইতিহাসে সবচেয়ে বাজে ফলাফলের মুখোমুখি। বিপরীতে দেশটির রক্ষণশীল ও গোঁড়া ডানপন্থী রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানি ভালো ফল করেছে। 

এদিকে, জার্মানি-ফ্রান্সের ক্ষমতাসীন দলগুলো খুব একটা ভালো করতে না পারলেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল যথেষ্ট ভালো করেছে। তাঁর জোট ব্রাদার্স অব ইটালি ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে অধিকাংশ আসনে এগিয়ে আছে বলে জানা গেছে বিভিন্ন বুথফেরত জরিপ থেকে। 

ইউরোপীয় পার্লামেন্টে ডানপন্থীদের দখল শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সামষ্টিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়াদি নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এর বাইরে জলবায়ু পরিবর্তন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শিল্প প্রতিযোগিতা আরও বাড়ার প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে নীতিমালা তৈরি করার ক্ষেত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত