Ajker Patrika

ছবিতে এরদোয়ান সমর্থকদের উল্লাস

ছবিতে এরদোয়ান সমর্থকদের উল্লাস

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে জয়ী হয়েছেন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে এরদোয়ানের সমর্থকেরা উল্লাস শুরু করে দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনো অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিমধ্যে তুরস্ক জুড়ে রাস্তায় নেমে উদ্‌যাপন শুরু করেছেন এরদোয়ানের সমর্থকেরা। 

ইস্তাম্বুলের রাজপথে এরদোয়ান সমর্থকদের উল্লাসবিবিসির প্রতিবেদনে দেখা গেছে, রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে পতাকা হাতে এসেছেন এরদোয়ানের বিজয় উদ্‌যাপন করতে। এ সময় তারা বলেন, ‘তিনি দেশের পরিকাঠামো উন্নত করেছেন। দেশের প্রতিরক্ষা শিল্পে পণ্য উৎপাদন শুরু করেছেন।’ 

আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। নিরাপত্তা জোরদার করা হয়েছেআঙ্কারায় বিজয় উদ্‌যাপন করতে বাড়ি থেকে বেরিয়ে আসা আলি তালিপ এবং আয়সে দম্পতির সঙ্গে কথা বলেছেন বিবিসির সাংবাদিক। তাঁরা সন্তান এবং প্রতিবেশীদের সঙ্গে উল্লাস করছেন। আয়সে বলেন, ‘আমাদের মনে কোনো সংশয় ছিল না। আজ রাতে বাচ্চাদের নিয়ে বাইরে যত হালকা খাবার পাব খাব।’ তাঁর স্বামী আলি তালিপ বলেন, ‘আমি খুশি যে, আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবনা নেই।’ 

আলি তালিপ বলেন, ‘আগামী পাঁচ বছর আমাদের নেতা বিশ্বকে নেতৃত্ব দেবেন। বিশ্ব আমাদের দেখে ঈর্ষান্বিত হবে।’ 

আঙ্কারায় বিজয় উদ্‌যাপন করতে সন্তানদের নিয়ে বেরিয়েছেন দম্পতিআঙ্কারার রাস্তায় বিজয় উদ্‌যাপন করতে বেরিয়ে আসা আরেক দম্পতির সঙ্গে কথা হয়। স্বামী রেসুল দেমিরচি বলেন, ‘তিনিই জাতির নায়ক। তিনি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা করেছেন, অবকাঠামোর উন্নয়ন করেছেন। তিনি শুধু তুরস্কে নন, এই অঞ্চলের মধ্যে অত্যন্ত বলিষ্ঠ নেতা।’ 

ইস্তাম্বুলে একে পার্টির প্রধান কার্যালয়ের সামনে সমর্থকদের উল্লাসতাঁর স্ত্রী ইনচি দেমিরচি বলেন, ‘গত ২০ বছর তুরস্কে বহু সমস্যা ছিল। আমি ধর্মান্ধ নই। বিরোধীরা সমস্যা সমাধানে যথেষ্ট যোগ্য বলে মনে হলে আমি তাদেরই ভোট দিতাম। আমাদের এখনো অনেক সমস্যা আছে। কিন্তু এরদোয়ান প্রমাণ করেছেন তিনি এই দেশে পরিবর্তন আনতে সক্ষম।’ 

আঙ্কারায় বিজয় উদ্‌যাপন করতে বেরিয়েছেন রেসুল ও ইনচি দম্পতিরোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টায় তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়। এই ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনের দ্বিতীয় দফায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরই মধ্যে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনো অপেক্ষা করতে হবে। বেসরকারি ফলাফলে এরদোয়ান পেয়েছেন ৫২ শতাংশের বেশি এবং প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কেমাল কিলিচদারোগলু পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত