Ajker Patrika

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ১০ সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০: ৩৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিলানের দুটি বিমানবন্দরসহ অন্তত ১০টি সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়ে সাময়িক সময়ের জন্য অচল হয়ে পড়েছে। আজ শনিবার দেশটির সাইবার সুরক্ষা সংস্থা জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে নোনেম ০৫৭ (১৬) নামের একটি প্রো-রাশিয়ান হ্যাকার গ্রুপ।

আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, টেলিগ্রামে পাঠানো এক পোস্টে হ্যাকার গ্রুপটি লিখেছে, রুশবিরোধীরা তাদের প্রাপ্য সাইবার প্রতিক্রিয়া পেয়েছে।

সাইবার সুরক্ষা সংস্থার এক মুখপাত্র বলেন, এটি সম্ভবত ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস’ (ডিডস) আক্রমণ, যেখানে অতিরিক্ত ডেটা ট্রাফিক পাঠিয়ে নেটওয়ার্ককে অচল করার চেষ্টা করা হয়। হামলার শিকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সহায়তা দেওয়া হয় এবং দুই ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মিলানের লিনাতে ও মালপেনসা বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইএর এক মুখপাত্র বলেন, সাইবার হামলার কারণে ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। যদিও বিমানবন্দরগুলোর ওয়েবসাইট অচল ছিল, তবে মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত