নেদারল্যান্ডসের উত্তরের শহর জোওলেতে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সম্প্রচারমাধ্যম আরটিএল ওস্ট এবং ডাচ পুলিশ এক টুইট বার্তায় বলেছে, সন্ধ্যা ৬টার দিকে ম্যাকডোনাল্ডসে একজন বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরটিএল ওস্টকে বলেছেন, বন্দুকধারী যখন রেস্তোরাঁয় ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায়, তখন তারা খাবার খাচ্ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি নিহত দুই ব্যক্তির পাশের টেবিলে বসেই খাবার খাচ্ছিলাম। বন্দুকধারী লোকটি প্রথমে রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার করে। তারপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। তখন সবার মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দৌড়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ফাঁকে হামলাকারী নিজেও পালিয়ে যায়।’
ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তিনি পরে মারা যান। পুলিশ বলেছে, তারা বন্দুকধারীকে খুঁজছে।
নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে তারা তুর্কি ও ডাচ বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।
একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে এবং ওই এলাকার ওপর হেলিকপ্টার প্রদক্ষিণ করছে। হতবাক দর্শক এবং নিহতের স্বজনরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছে।
নেদারল্যান্ডসের উত্তরের শহর জোওলেতে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় সম্প্রচারমাধ্যম আরটিএল ওস্ট এবং ডাচ পুলিশ এক টুইট বার্তায় বলেছে, সন্ধ্যা ৬টার দিকে ম্যাকডোনাল্ডসে একজন বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরটিএল ওস্টকে বলেছেন, বন্দুকধারী যখন রেস্তোরাঁয় ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায়, তখন তারা খাবার খাচ্ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি নিহত দুই ব্যক্তির পাশের টেবিলে বসেই খাবার খাচ্ছিলাম। বন্দুকধারী লোকটি প্রথমে রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার করে। তারপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। তখন সবার মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দৌড়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ফাঁকে হামলাকারী নিজেও পালিয়ে যায়।’
ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তিনি পরে মারা যান। পুলিশ বলেছে, তারা বন্দুকধারীকে খুঁজছে।
নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে তারা তুর্কি ও ডাচ বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।
একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে এবং ওই এলাকার ওপর হেলিকপ্টার প্রদক্ষিণ করছে। হতবাক দর্শক এবং নিহতের স্বজনরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছে।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
১১ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
১২ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
১২ ঘণ্টা আগে