Ajker Patrika

মাদক খাইয়ে নারী এমপিকে ধর্ষণের চেষ্টা, ফরাসি সিনেটর গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০০: ৫১
মাদক খাইয়ে নারী এমপিকে ধর্ষণের চেষ্টা, ফরাসি সিনেটর গ্রেপ্তার

ধর্ষণের উদ্দেশ্য নিয়ে এক নারী এমপিকে মাদক প্রয়োগের অভিযোগে ফ্রান্সের সিনেটর জোয়েল গ্যারিওঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি করা হয়। 

আজ শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেস ইনডিপেনডেন্ট দলের মধ্য-ডানপন্থী নেতা ৬৬ বছর বয়সী গ্যারিওঁকে তাঁর প্যারিসের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালানো হয় তাঁর ব্যক্তিগত অফিসেও। 

ফরাসি বিচারকদের দপ্তর থেকে বলা হয়েছে—গত মঙ্গলবার রাতে ‘ধর্ষণ কিংবা যৌন হয়রানির ইচ্ছাকে চরিতার্থ করতে পারে এমন অভিপ্রায় নিয়ে কোনো ব্যক্তির অজ্ঞাতসারে কর্মসাধন’-এর বিষয়ে গ্যারিওঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অভিযুক্ত গ্যারিওঁ পশ্চিম ফ্রান্সের লুইর আটলান্তিকো অঞ্চলের নির্বাচিত সিনেটর ছিলেন। 

এ বিষয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী নারী ফরাসি নিম্নকক্ষ পার্লামেন্টের (অ্যাসেম্বলি ন্যাশনাল) সদস্য। তবে তাঁর বিস্তারিত পরিচয় ও তথ্য প্রদান করেনি বিচার বিভাগ। 

গ্যারিওঁর বিরুদ্ধে অভিযোগ—তাঁর বাসায় এক গ্লাস পানীয় গ্রহণ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই নারী। সিনেটরের সঙ্গে তাঁর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। 

বিচারকেরা জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষায় নারী এমপির শরীরে যৌন চেষ্টার আলামত পাওয়া গেছে। উপরন্তু ওই সিনেটরের বাসভবনেও একই আলামতের উপস্থিতি মিলেছে। 

সাবেক ব্যাংকার গ্যারিওঁ ২০১১ সালে প্রথমবারের মতো সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০১৭ এবং ২০২৩ সালেও তিনি নির্বাচিত হন। বর্তমানে তিনি ফরাসি সিনেটের বিদেশনীতি, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এদিকে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই আগ বাড়িয়ে অভিযোগের বিষয়ে গণমাধ্যমে রসাত্মক খবরাখবর-খবর প্রকাশের সমালোচনা করেছেন গ্যারিওঁর আইনজীবী রেমি পিয়েরে দ্রেই। এসব খবরে গ্যারিওঁকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সম্মানহানি করার অভিযোগ করেছেন ওই নারী এমপির বিরুদ্ধেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত