Ajker Patrika

রাশিয়ার কাছ থেকে পুনর্দখল করা শহরে গণকবর আবিষ্কার, ৪৪০ মরদেহ উদ্ধার

রাশিয়ার কাছ থেকে পুনর্দখল করা শহরে গণকবর আবিষ্কার, ৪৪০ মরদেহ উদ্ধার

রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা শহর ইজিয়ামে গণকবর খুঁজে পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। সেখান থেকে ৪৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আঞ্চলিক পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ কর্মকর্তা বলেছেন, উদ্ধার করা মরদেহগুলো রুশ বাহিনীর কামানের গোলা ও বিমান হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

খারকিভ অঞ্চলের প্রধান পুলিশ তদন্ত কর্মকর্তা সেরহি বলভিনভ স্কাই নিউজকে বলেছেন, ‘প্রতিটি মরদেহের ফরেনসিক তদন্ত করা হবে। এটি একটি বড় শহরের অন্যতম বড় গণকবর। এখানে ৪৪০টি মরদেহ এক সঙ্গে সমাধিস্থ করা হয়েছিল। কেউ মারা গেছেন কামানের গোলার আঘাতে, কেউ মারা গেছেন বিমান হামলার শিকার হয়ে।’

এ সপ্তাহের শেষের দিকে হাজার হাজার রুশ সেনা ইজিয়াম শহর ছেড়ে পালিয়ে গেছে বলেও জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ গণহত্যার জন্য রুশ বাহিনীকে দায়ী করেছেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের শুরুর দিকে কিয়েভের উপকণ্ঠ বুচাতে রুশ বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, তার সঙ্গে ইজিয়ামের হত্যার তুলনা করেছেন জেলেনস্কি। এরই মধ্যে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যুদ্ধাপরাধের জন্য রুশ বাহিনীকে অভিযুক্ত করেছে।

জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়া সব জায়গায় লাশ ফেলে পালিয়ে যাচ্ছে। তাদেরকে অবশ্যই দায়ী করা উচিত।’

তবে রাশিয়া এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। ক্রেমলিনের দাবি, রুশ বাহিনী কখনোই বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা করে না। যুদ্ধাপরাধ করার প্রশ্নই ওঠে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত