Ajker Patrika

জেলেনস্কির অনুরোধ রাখল না ফিফা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৫: ৪৫
Thumbnail image

কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। এই খেলা শুরু হওয়ার আগে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু ফিফা তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে ফিফার সঙ্গে জেলেনস্কির কার্যালয়ের এখনো আলোচনা চলছে বলে সিএনএনের সূত্রটি জানিয়েছে। এ ব্যাপারে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে সিএনএন। মার্কিন এই গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, এ ধরনের অনুরোধ অপ্রচলিত ও অবাস্তব। প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেন যুদ্ধের ওপর বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এ ধরনের অনুরোধ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জেলেনস্কি জি-২০ সম্মেলন থেকে শুরু করে গ্যামি অ্যাওয়ার্ড ও কান ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন। এ ছাড়া তিনি শন পেন ও ডেভিড লেটারম্যানের মতো প্রখ্যাত সাংবাদিকদের সাক্ষাৎকারও দিয়েছেন। নানাভাবেই তিনি ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন। রাজনীতিতে নাম লেখানোর আগে ভলোদিমির জেলেনস্কি একজন অভিনেতা ছিলেন।

সিএনএন বলছে, আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কাতারের স্টেডিয়ামে ভক্তদের কাছে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বার্তাটি পূর্বে ধারণকৃত হবে, নাকি সরাসরি সম্প্রচারিত হবে, তা জেলেনস্কির অফিস স্পষ্ট করেনি। তবে তাঁর অফিস জানিয়েছে, ফিফার কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে প্রেসিডেন্ট জেলেনস্কি বিস্মিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত