Ajker Patrika

ইউক্রেন যুদ্ধের অবসান চায় মস্কো: পুতিন  

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২১: ২৩
ইউক্রেন যুদ্ধের অবসান চায় মস্কো: পুতিন  

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। আজ বুধবার দক্ষিণ আফ্রিকায় ব্রিকস জোটের সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

মিত্র রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘মস্কো ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে চায়। কারণ, এই যুদ্ধ শুরু হয়েছিল পশ্চিম ও তার স্যাটেলাইটগুলোর আক্রমণের মাধ্যমে।’ 

ইউক্রেন যুদ্ধের জন্য আবারও পশ্চিমাদের দোষারোপও করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘কিছু দেশ উপনিবেশবাদকে উৎসাহিত করছে, যা ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। পশ্চিমাদের ভূমিকার জেরেই ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাশিয়া। আধিপত্য ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য।’ 

সম্মেলনে রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোদের গভর্নর বলেছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলায় ওই এলাকায় তিনজন নিহত হয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শহরের মেয়রের মতে, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী মস্কো এবং রাজধানীর আশেপাশের অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। 

উত্তর-পূর্ব ইউক্রেনের রমনি শহরের একটি স্কুলে হামলায় অন্তত দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। 

সারাবিশ্বেই ব্রিকস সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আর এর মধ্যেই ব্রিকসের সদস্য বাড়ানো কথাও উঠেছে। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বর্তমানে ৪০ টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়া ২০ টিরও বেশি দেশ এরই মধ্যে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। 

দক্ষিণ আফ্রিকার ব্রিকস বিষয়ক বিশেষ দূত আনিল সোকলাল চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, অনেক দেশ ব্রিকস পরিবারের সদস্য হতে চায়। তার মতে, এটা প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক সমস্যার সমাধানে ব্রিকসের নেতৃত্বের সামর্থ্য সম্বন্ধে সারাবিশ্ব খুব আস্থাবান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত