Ajker Patrika

করোনা টিকার ভুয়া সনদ বিক্রির অভিযোগে রাশিয়ায় স্বাস্থ্যকর্মী আটক

রয়টার্স, মস্কো
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৫: ০৫
করোনা টিকার ভুয়া সনদ বিক্রির অভিযোগে রাশিয়ায় স্বাস্থ্যকর্মী আটক

করোনাভাইরাসের টিকা গ্রহণের ভুয়া সনদ বিক্রির দায়ে রাশিয়ায় এক স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার কালিনিনগ্রাদে রুশ পুলিশ ভুয়া সনদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে। 

রাশিয়ার মস্কোসহ বেশ কিছু অঞ্চলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ কিছু কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য টিকা গ্রহণকে করা হয়েছে বাধ্যতামূলক। এ অবস্থায় কিছু লোক টিকা গ্রহণের বদলে অনলাইনে কালোবাজার থেকে টিকা গ্রহণের ভুয়া সনদ সংগ্রহের চেষ্টা করছেন বলে জানিয়েছে মস্কোর উন্নয়ন কর্তৃপক্ষ। এ ধরনের বেশ কিছু ঘটনা তাদের নজরেও এসেছে বলে তারা জানায়। 

এ সম্পর্কিত এক বিবৃতিতে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়া অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল কালিনিনগ্রাদের একটি ক্লিনিকের একজন প্রশাসক অবৈধ এ কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ এসেছে। ওই নারী ২০ জনের বেশি মানুষের কাছে করোনা টিকা গ্রহণের ভুয়া সনদ বিক্রি করেছেন। শুধু তাই নয়, এ সম্পর্কিত নথিও তিনি সরিয়ে ফেলেছেন। 

রাশিয়ার আইন অনুযায়ী বিচারে অভিযুক্ত ব্যক্তির কয়েক বছরের কারাদণ্ড হতে পারে। 

রাশিয়ায় করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। দেশটিতে ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। বারবার সচেতন করার পরও স্বাস্থ্যবিধি মেনে চলা বা টিকা গ্রহণের ক্ষেত্রে দেশটির মানুষের মধ্যে একধরনের অনীহা দেখা যাচ্ছে। এই অনীহার পেছনে অবশ্য রুশ কর্তৃপক্ষের দায়ও কম নয়। বহু বছর ধরে চিকিৎসাক্ষেত্রে যেকোনো অগ্রগতি ও আবিষ্কারকে তারা সন্দেহের চোখে দেখেছে। অনেক ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ ও চিকিৎসা পদ্ধতিকে তারা পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে দেখেছে। এটি আধুনিক চিকিৎসার প্রতি দেশটির সাধারণ মানুষকে একরকম সংশয়ী করে তুলেছে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। রুশ সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার নাগরিকদের আরও সচেতন হতে বারবার করে অনুরোধ করছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ফলে করোনা মোকাবিলায় ক্রেমলিন ক্রমেই কঠোর হয়ে উঠছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত