দুই বছর আগের মাদকের মামলায় অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। ওই ঘটনায় অপহরণের শিকার হওয়ার যে অভিযোগ তিনি করেছিলেন তা সাজানো ছিল বলে পুলিশ জানিয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তিও পান তিনি।
দুই বছর আগে মাদকের কারবারিদের হাতে অপহরণের শিকার হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল যে অভিযোগ করেছিলেন ম্যাকগিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ৫২ বছর বয়সী সাবেক এই লেগ স্পিনারকে সিডনি থেকে গ্রেপ্তার করা হয়। জামিন পেলেও আগামী ২৬ অক্টোবর তাকে আদালতে হাজিরা দিতে হবে।
ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর ২০২১ সালে খবরের শিরোনাম হন এক সময়কার বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তখন তিনি পুলিশকে জানান, সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে তাকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যায়। তাকে মারধরের পাশাপাশি মেরে মেরে হুমকি দেওয়া হয়েছিল।
ওই ঘটনা নিয়ে গত বছর অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘অপহরণকারীরা আমাকে নগ্ন করে পিটিয়েছে, হুমকি দিয়েছে। এরপর আমাকে রেখে চলেও গেছে।’
কথিত ওই ঘটনায় ম্যাকগিল ‘সামান্য আঘাত’ পেয়েছিলেন এবং কোনো চিকিৎসা নেননি। ঘটনার পর এক সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘আমি ভুল কিছু করিনি।’ পুলিশের চোখেও তখন তিনি ভুক্তভোগী।
ওই ঘটনায় ম্যাকগিলের বান্ধবীর ভাইসহ ছয়জনের বিরুদ্ধে তখনই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অধিকতর তদন্তে মাদকের কারবারের সঙ্গে ম্যাকগিলের সম্পৃক্ততা পেয়ে তাকেও মামলায় আসামি করেছে পুলিশ।
পুলিশ বলছে, ‘জেনেবুঝেই কোকেনের বাণিজ্যিক সরবরাহে যুক্ত ছিলেন ম্যাকগিল।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই কোকেনের বাজারমূল্য ৩ লাখ ডলার।
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল। শেন ওয়ার্নের কারণে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা হয়নি তাঁর।
দুই বছর আগের মাদকের মামলায় অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। ওই ঘটনায় অপহরণের শিকার হওয়ার যে অভিযোগ তিনি করেছিলেন তা সাজানো ছিল বলে পুলিশ জানিয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তিও পান তিনি।
দুই বছর আগে মাদকের কারবারিদের হাতে অপহরণের শিকার হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল যে অভিযোগ করেছিলেন ম্যাকগিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ৫২ বছর বয়সী সাবেক এই লেগ স্পিনারকে সিডনি থেকে গ্রেপ্তার করা হয়। জামিন পেলেও আগামী ২৬ অক্টোবর তাকে আদালতে হাজিরা দিতে হবে।
ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর ২০২১ সালে খবরের শিরোনাম হন এক সময়কার বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তখন তিনি পুলিশকে জানান, সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে তাকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যায়। তাকে মারধরের পাশাপাশি মেরে মেরে হুমকি দেওয়া হয়েছিল।
ওই ঘটনা নিয়ে গত বছর অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘অপহরণকারীরা আমাকে নগ্ন করে পিটিয়েছে, হুমকি দিয়েছে। এরপর আমাকে রেখে চলেও গেছে।’
কথিত ওই ঘটনায় ম্যাকগিল ‘সামান্য আঘাত’ পেয়েছিলেন এবং কোনো চিকিৎসা নেননি। ঘটনার পর এক সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘আমি ভুল কিছু করিনি।’ পুলিশের চোখেও তখন তিনি ভুক্তভোগী।
ওই ঘটনায় ম্যাকগিলের বান্ধবীর ভাইসহ ছয়জনের বিরুদ্ধে তখনই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অধিকতর তদন্তে মাদকের কারবারের সঙ্গে ম্যাকগিলের সম্পৃক্ততা পেয়ে তাকেও মামলায় আসামি করেছে পুলিশ।
পুলিশ বলছে, ‘জেনেবুঝেই কোকেনের বাণিজ্যিক সরবরাহে যুক্ত ছিলেন ম্যাকগিল।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই কোকেনের বাজারমূল্য ৩ লাখ ডলার।
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল। শেন ওয়ার্নের কারণে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা হয়নি তাঁর।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৬ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৮ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৯ ঘণ্টা আগে