দুই বছর আগের মাদকের মামলায় অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। ওই ঘটনায় অপহরণের শিকার হওয়ার যে অভিযোগ তিনি করেছিলেন তা সাজানো ছিল বলে পুলিশ জানিয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তিও পান তিনি।
দুই বছর আগে মাদকের কারবারিদের হাতে অপহরণের শিকার হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল যে অভিযোগ করেছিলেন ম্যাকগিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ৫২ বছর বয়সী সাবেক এই লেগ স্পিনারকে সিডনি থেকে গ্রেপ্তার করা হয়। জামিন পেলেও আগামী ২৬ অক্টোবর তাকে আদালতে হাজিরা দিতে হবে।
ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর ২০২১ সালে খবরের শিরোনাম হন এক সময়কার বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তখন তিনি পুলিশকে জানান, সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে তাকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যায়। তাকে মারধরের পাশাপাশি মেরে মেরে হুমকি দেওয়া হয়েছিল।
ওই ঘটনা নিয়ে গত বছর অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘অপহরণকারীরা আমাকে নগ্ন করে পিটিয়েছে, হুমকি দিয়েছে। এরপর আমাকে রেখে চলেও গেছে।’
কথিত ওই ঘটনায় ম্যাকগিল ‘সামান্য আঘাত’ পেয়েছিলেন এবং কোনো চিকিৎসা নেননি। ঘটনার পর এক সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘আমি ভুল কিছু করিনি।’ পুলিশের চোখেও তখন তিনি ভুক্তভোগী।
ওই ঘটনায় ম্যাকগিলের বান্ধবীর ভাইসহ ছয়জনের বিরুদ্ধে তখনই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অধিকতর তদন্তে মাদকের কারবারের সঙ্গে ম্যাকগিলের সম্পৃক্ততা পেয়ে তাকেও মামলায় আসামি করেছে পুলিশ।
পুলিশ বলছে, ‘জেনেবুঝেই কোকেনের বাণিজ্যিক সরবরাহে যুক্ত ছিলেন ম্যাকগিল।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই কোকেনের বাজারমূল্য ৩ লাখ ডলার।
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল। শেন ওয়ার্নের কারণে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা হয়নি তাঁর।
দুই বছর আগের মাদকের মামলায় অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। ওই ঘটনায় অপহরণের শিকার হওয়ার যে অভিযোগ তিনি করেছিলেন তা সাজানো ছিল বলে পুলিশ জানিয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তিও পান তিনি।
দুই বছর আগে মাদকের কারবারিদের হাতে অপহরণের শিকার হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল যে অভিযোগ করেছিলেন ম্যাকগিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ৫২ বছর বয়সী সাবেক এই লেগ স্পিনারকে সিডনি থেকে গ্রেপ্তার করা হয়। জামিন পেলেও আগামী ২৬ অক্টোবর তাকে আদালতে হাজিরা দিতে হবে।
ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর ২০২১ সালে খবরের শিরোনাম হন এক সময়কার বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তখন তিনি পুলিশকে জানান, সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে তাকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যায়। তাকে মারধরের পাশাপাশি মেরে মেরে হুমকি দেওয়া হয়েছিল।
ওই ঘটনা নিয়ে গত বছর অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘অপহরণকারীরা আমাকে নগ্ন করে পিটিয়েছে, হুমকি দিয়েছে। এরপর আমাকে রেখে চলেও গেছে।’
কথিত ওই ঘটনায় ম্যাকগিল ‘সামান্য আঘাত’ পেয়েছিলেন এবং কোনো চিকিৎসা নেননি। ঘটনার পর এক সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘আমি ভুল কিছু করিনি।’ পুলিশের চোখেও তখন তিনি ভুক্তভোগী।
ওই ঘটনায় ম্যাকগিলের বান্ধবীর ভাইসহ ছয়জনের বিরুদ্ধে তখনই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অধিকতর তদন্তে মাদকের কারবারের সঙ্গে ম্যাকগিলের সম্পৃক্ততা পেয়ে তাকেও মামলায় আসামি করেছে পুলিশ।
পুলিশ বলছে, ‘জেনেবুঝেই কোকেনের বাণিজ্যিক সরবরাহে যুক্ত ছিলেন ম্যাকগিল।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই কোকেনের বাজারমূল্য ৩ লাখ ডলার।
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল। শেন ওয়ার্নের কারণে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা হয়নি তাঁর।
জাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৩১ মিনিট আগেগাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
২ ঘণ্টা আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
৩ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৪ ঘণ্টা আগে