দুই বছর আগের মাদকের মামলায় অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। ওই ঘটনায় অপহরণের শিকার হওয়ার যে অভিযোগ তিনি করেছিলেন তা সাজানো ছিল বলে পুলিশ জানিয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তিও পান তিনি।
দুই বছর আগে মাদকের কারবারিদের হাতে অপহরণের শিকার হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল যে অভিযোগ করেছিলেন ম্যাকগিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ৫২ বছর বয়সী সাবেক এই লেগ স্পিনারকে সিডনি থেকে গ্রেপ্তার করা হয়। জামিন পেলেও আগামী ২৬ অক্টোবর তাকে আদালতে হাজিরা দিতে হবে।
ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর ২০২১ সালে খবরের শিরোনাম হন এক সময়কার বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তখন তিনি পুলিশকে জানান, সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে তাকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যায়। তাকে মারধরের পাশাপাশি মেরে মেরে হুমকি দেওয়া হয়েছিল।
ওই ঘটনা নিয়ে গত বছর অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘অপহরণকারীরা আমাকে নগ্ন করে পিটিয়েছে, হুমকি দিয়েছে। এরপর আমাকে রেখে চলেও গেছে।’
কথিত ওই ঘটনায় ম্যাকগিল ‘সামান্য আঘাত’ পেয়েছিলেন এবং কোনো চিকিৎসা নেননি। ঘটনার পর এক সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘আমি ভুল কিছু করিনি।’ পুলিশের চোখেও তখন তিনি ভুক্তভোগী।
ওই ঘটনায় ম্যাকগিলের বান্ধবীর ভাইসহ ছয়জনের বিরুদ্ধে তখনই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অধিকতর তদন্তে মাদকের কারবারের সঙ্গে ম্যাকগিলের সম্পৃক্ততা পেয়ে তাকেও মামলায় আসামি করেছে পুলিশ।
পুলিশ বলছে, ‘জেনেবুঝেই কোকেনের বাণিজ্যিক সরবরাহে যুক্ত ছিলেন ম্যাকগিল।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই কোকেনের বাজারমূল্য ৩ লাখ ডলার।
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল। শেন ওয়ার্নের কারণে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা হয়নি তাঁর।
দুই বছর আগের মাদকের মামলায় অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। ওই ঘটনায় অপহরণের শিকার হওয়ার যে অভিযোগ তিনি করেছিলেন তা সাজানো ছিল বলে পুলিশ জানিয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তিও পান তিনি।
দুই বছর আগে মাদকের কারবারিদের হাতে অপহরণের শিকার হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল যে অভিযোগ করেছিলেন ম্যাকগিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ৫২ বছর বয়সী সাবেক এই লেগ স্পিনারকে সিডনি থেকে গ্রেপ্তার করা হয়। জামিন পেলেও আগামী ২৬ অক্টোবর তাকে আদালতে হাজিরা দিতে হবে।
ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর ২০২১ সালে খবরের শিরোনাম হন এক সময়কার বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তখন তিনি পুলিশকে জানান, সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে তাকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যায়। তাকে মারধরের পাশাপাশি মেরে মেরে হুমকি দেওয়া হয়েছিল।
ওই ঘটনা নিয়ে গত বছর অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘অপহরণকারীরা আমাকে নগ্ন করে পিটিয়েছে, হুমকি দিয়েছে। এরপর আমাকে রেখে চলেও গেছে।’
কথিত ওই ঘটনায় ম্যাকগিল ‘সামান্য আঘাত’ পেয়েছিলেন এবং কোনো চিকিৎসা নেননি। ঘটনার পর এক সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘আমি ভুল কিছু করিনি।’ পুলিশের চোখেও তখন তিনি ভুক্তভোগী।
ওই ঘটনায় ম্যাকগিলের বান্ধবীর ভাইসহ ছয়জনের বিরুদ্ধে তখনই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অধিকতর তদন্তে মাদকের কারবারের সঙ্গে ম্যাকগিলের সম্পৃক্ততা পেয়ে তাকেও মামলায় আসামি করেছে পুলিশ।
পুলিশ বলছে, ‘জেনেবুঝেই কোকেনের বাণিজ্যিক সরবরাহে যুক্ত ছিলেন ম্যাকগিল।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই কোকেনের বাজারমূল্য ৩ লাখ ডলার।
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল। শেন ওয়ার্নের কারণে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা হয়নি তাঁর।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
১১ মিনিট আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
১৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
১ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে