Ajker Patrika

রাশিয়ার নৌবাহিনীর সদর দপ্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১ 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২২: ২০
রাশিয়ার নৌবাহিনীর সদর দপ্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১ 

কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় একজন নিহত হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর বিবিসির। 

রাশিয়ার কৃষ্ণসাগরে অবস্থিত নৌ সদর দপ্তর ইউক্রেনের প্রধান লক্ষ্য। রাশিয়া কৃষ্ণসাগরে নৌবাহিনীর জাহাজ থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে ভয়াবহ ক্ষতি হয়েছে। তারা কৃষ্ণসাগরে সামুদ্রিক শিপিং রুটগুলো অবরুদ্ধ করার হুমকিও দিয়েছে; যা ইউক্রেন শস্য রপ্তানি করতে ব্যবহার করছে। 

এমন আশঙ্কাও রয়েছে যে রাশিয়া সমুদ্র থেকে ইউক্রেনের দক্ষিণ ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে আক্রমণের জন্য কৃষ্ণসাগরের এই সদর দপ্তরে অবতরণকারী জাহাজ ব্যবহার করতে পারে। 

তবে কৃষ্ণসাগরের নৌবহরটি এই অঞ্চলে রাশিয়ার শতাব্দী প্রাচীন সামরিক ঘাঁটি। এর আশপাশের ইউক্রেনীয় উপদ্বীপ দখলে রাশিয়া বারবার ক্রিমিয়ায় নৌবহরের উপস্থিতি বাড়িয়েছে। ভ্লাদিমির পুতিনের দাবি, পশ্চিমাদের আগ্রাসন ঠেকাতে ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। 

এই ধরনের দাবি সত্ত্বেও রাশিয়ার এই নৌবহর এবং এর সদর দপ্তর তখনো হুমকির মুখে পড়েনি। কিন্তু ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর সাত মাস পরে ইউক্রেনের সামরিক বাহিনী রুশ নৌ সদর দপ্তরে হামলা চালাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত