Ajker Patrika

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ৬ জন নিহত: রুশ কর্মকর্তা

দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ৬ জন নিহত: রুশ কর্মকর্তা

পূর্ব ইউক্রেনের দোনেৎস্কে ইউক্রেনের হামলায় শহরটির অন্তত ৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত মেয়র স্থানীয় সময় আজ মঙ্গলবার বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর গোলায় রুশ অধিকৃত শহরটিতে অন্তত ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

দোনেৎস্কের মস্কো নিযুক্ত প্রধান অ্যালেক্সি কুলেমজিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, আজ দেনেৎস্কে গোলাগুলির ফলে ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহতের সংখ্যা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। তাদের ব্যাপারে হিসাব চলছে।’ 

এদিকে, ইউক্রেন সীমান্ত থেকে কয়েক শ কিলোমিটার দূরে রাশিয়ার পৃথক দুটি বিমানঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের জেরে ইউক্রেনজুড়ে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল সোমবার রুশ হামলায় দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি শহরে বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইমারজেন্সি ব্লাকআউটের শঙ্কার মধ্যে রয়েছে ইউক্রেন। দেশটির কিছু অংশে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের (৩২ ফারেনহাইট) নিচে রয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের বেশ কিছু অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। এই বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনে প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে। বিদ্যুতের সংযোগ পুনরায় চালু করতে কাজ শুরু করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত