Ajker Patrika

সেভেরোদনেৎস্কে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণ করতে বলল রাশিয়া

সেভেরোদনেৎস্কে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণ করতে বলল রাশিয়া

সেভেরোদনেৎস্কে ইউক্রেনীয় সৈন্যদের অস্ত্র সংবরণ করতে আহ্বান জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি এই আহ্বান জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সেভেরোদনেৎস্কে থাকা ইউক্রেনের সেনাবাহিনীর সৈন্যদের কাছে জানানো এক আহ্বানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অস্ত্র সংবরণ করতে বলেছে। বিবৃতিতে বলেছে, ‘আপনারা অস্ত্র সংবরণ করুন। যেহেতু এর আগেও মারিউপোলে থাকা আপনাদের সহকর্মীরাও আত্মসমর্পণ করেছে।’ 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা কিয়েভ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তাঁরা আজট অঞ্চলে থাকা তাঁদের সৈন্যদের অযথা প্রতিরোধ না করে প্রত্যাহারের নির্দেশ দেয়।’ 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাঁরা ওই এলাকায় আগামী বুধবার একটি ‘মানবিক অভিযান’ চালানোর পরিকল্পনা করেছে। যাতে ওই এলাকায় আটকে পড়া ইউক্রেনীয়দের রাশিয়া নিয়ন্ত্রিত উত্তর আজট অঞ্চলে নিয়ে যেতে পারে। 

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন—রাশিয়া সুযোগ পেলে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক এবং লুহানস্কের বাইরেও আরও এলাকা দখল করে নেবে। রাশিয়াকে সামান্য সুযোগ দিলেও তাঁরা দনবাসের বাইরেও আরও এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। মঙ্গলবার ডেনমার্কের এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এই কথা বলেন। 

জেলেনস্কি বলেন, ‘আমি নিশ্চিত যে—ইউক্রেন যদি নিজেদের আরও শক্তিশালী না করতে পারে তাহলে তাঁরা (রাশিয়া) আরও বেশি এলাকা দখল করে নেবে। আমরা এরই মধ্যে আমাদের শক্তি তাদের দেখিয়ে দিয়েছি। কিন্তু এখন সময় এসেছে পশ্চিমা মিত্রদের সঙ্গে মিলে আমাদের সম্মিলিত শক্তি তাদের দেখিয়ে দেওয়ার।’ 

আলাপকালে জেলেনস্কি পশ্চিমা বিশ্বের কাছে আবারও ভারী অস্ত্র সহায়তা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, এরই মধ্যে পশ্চিমারা যা দিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ তবে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যদি ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার হাত থেকে রক্ষা করতে চায় তবে ‘অতি দ্রুত’ আরও সহায়তা পাঠাতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত