জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন। পুলিশ জানিয়েছে, ট্রেনটি মিউনিখের দিকে যাওয়ার পথে গার্মিশ-পার্টেনকির্চেনের কাছে তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে অনেক শিক্ষার্থী ছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তদন্তকারীরা বলেছেন, তাঁরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য কাজ করছেন। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গার্মিশ-পার্টেনকির্চেন স্থানীয় কর্তৃপক্ষের একজন কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, এ দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তবে জার্মান ফেডারেল পুলিশের মুখপাত্র স্টেফান সোনট্যাগ বলেছেন, ওই ট্রেনে মোট যাত্রীই ছিল ৬০ জন।
সোনট্যাগ সাংবাদিকদের বলেছেন, ‘আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে বাভারিয়ার পরিবহন মন্ত্রী ক্রিশ্চিয়ান বার্নরাইটার বলেছেন, ‘দুর্ঘটনাটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পারে।’
বিবিসি জানিয়েছে, উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। দুর্ঘটনাস্থলে ছয়টি হেলিকপ্টার দেখা গেছে। পুলিশ জানিয়েছে, ট্রেনের ভেতরে যাঁরা আটকা পড়েছেন, তাদের জানালা দিয়ে বের করে আনা হচ্ছে। ট্রেনের যাত্রীদের অনেকেই সম্ভবত গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে ভ্রমণে বের হয়েছিলেন।
জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন। পুলিশ জানিয়েছে, ট্রেনটি মিউনিখের দিকে যাওয়ার পথে গার্মিশ-পার্টেনকির্চেনের কাছে তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে অনেক শিক্ষার্থী ছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তদন্তকারীরা বলেছেন, তাঁরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য কাজ করছেন। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গার্মিশ-পার্টেনকির্চেন স্থানীয় কর্তৃপক্ষের একজন কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, এ দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তবে জার্মান ফেডারেল পুলিশের মুখপাত্র স্টেফান সোনট্যাগ বলেছেন, ওই ট্রেনে মোট যাত্রীই ছিল ৬০ জন।
সোনট্যাগ সাংবাদিকদের বলেছেন, ‘আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে বাভারিয়ার পরিবহন মন্ত্রী ক্রিশ্চিয়ান বার্নরাইটার বলেছেন, ‘দুর্ঘটনাটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পারে।’
বিবিসি জানিয়েছে, উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। দুর্ঘটনাস্থলে ছয়টি হেলিকপ্টার দেখা গেছে। পুলিশ জানিয়েছে, ট্রেনের ভেতরে যাঁরা আটকা পড়েছেন, তাদের জানালা দিয়ে বের করে আনা হচ্ছে। ট্রেনের যাত্রীদের অনেকেই সম্ভবত গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে ভ্রমণে বের হয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা দি
৬ মিনিট আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
২০ মিনিট আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে অনাহার-অপুষ্টিতে অনেকেই মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের জন্য ৬ হাজারের বেশি...
৩৮ মিনিট আগেআনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১৩ ঘণ্টা আগে